X
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২

প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ১৯:৩৫আপডেট : ১৯ মে ২০২৪, ১৯:৩৫

চুক্তি অনুযায়ী সময় মতো মালামাল সরবরাহ না করায় প্রতারণার দায়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে ইসি ক্ষতিপূরণ আদায়সহ প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে নতুন করে শোকজ করেছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির সহকারী সচিব জাকির মাহমুদের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ওই চিঠির সূত্রে জানা যায়, এম/এস এস. কে সরকার এন্টারপ্রাইজ ২৫টি আইটেমের মালামাল সরবরাহ করতে অসমর্থতা প্রকাশ করায়, শর্তানুযায়ী কেন চুক্তি বাতিল করা হবে না তার কারণ দর্শানো হয়।

জবাবে ওই প্রতিষ্ঠান বাজারে সরবরাহ না থাকার কারণে নির্ধারিত সময়ে মালামাল সরবরাহ করতে পারেনি উল্লেখ করে ওই আইটেমগুলো বাদ দিয়ে চুক্তি সংশোধনের অনুরোধ জানায়। তবে ইসির ‘বাজার দর কমিটি’ ওই পণ্যগুলো বাজারে সরবরাহ না থাকার বিষয়টি সঠিক নয় এবং নিত্য ব্যবহার্য পণ্য বিধায় বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে উল্লেখ করে প্রতিবেদন দেয়। এর প্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদন অগ্রাহ্য করে ২৫টি আইটেমের মালামাল সরবরাহ করতে অসমর্থতা প্রকাশ করার— বিষয়টি চুক্তির মৌলিক শর্ত ভঙ্গ ও প্রতারণামূলক কাজ হিসেবে গণ্য করে চুক্তি বাতিল করা হয়।

সেইসঙ্গে মালামাল সরবরাহ করতে অসমর্থতা প্রকাশ করায় এবং সম্পাদিত চুক্তি বাতিলের ফলে ইসির দাফতরিক ও আর্থিক ক্ষতিপূরণ বাবদ কেন জামানত আদায় করা হবে না এবং ‘প্রতারণামূলক কাজে’ জড়িত হওয়ার ফলে আগামী দুই বছরের জন্য নির্বাচন কমিশন সচিবালয়সহ সরকারি তহবিলে পরিচালিত সব প্রতিষ্ঠানের ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে কেন অযোগ্য ঘোষণা করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে ইসির অতিরিক্ত সচিবের কাছে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।

/ইএসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগ আমলের ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল
পর্যবেক্ষক হতে বাড়লো শিক্ষাগত যোগ্যতা, কমলো বয়স
সীমানা পুনর্নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে ইসির বিশেষায়িত কারিগরি কমিটি গঠন
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন দিলো দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন দিলো দুর্বৃত্তরা
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন
শক্ত প্রতিরোধ গড়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
জুলাই আন্দোলনশক্ত প্রতিরোধ গড়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
কোনও বিদেশির আদেশ মানবো না: ট্রাম্পকে ইঙ্গিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট
কোনও বিদেশির আদেশ মানবো না: ট্রাম্পকে ইঙ্গিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন
শুক্রবার প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
শুক্রবার প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
দুই ভাইয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পাচারের অভিযোগ
দুই ভাইয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পাচারের অভিযোগ
নতুন করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু, অনুষ্ঠিত হবে ডিসেম্বরে
নতুন করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু, অনুষ্ঠিত হবে ডিসেম্বরে
প্রাথমিক বিদ্যালয়ে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১৬ কোটি ৩৯ লাখ টাকা
প্রাথমিক বিদ্যালয়ে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১৬ কোটি ৩৯ লাখ টাকা