X
সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

পুলিশের কর্মবিরতি প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ২৩:০১আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২৩:৪০

সাত দিন পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রবিবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন।

তারা বলেন, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।’

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।

এর আগে বিকাল ৫টার দিকে পুলিশের পক্ষ থেকে ২০ সদস্যদের একটি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। প্রায় আড়াই ঘণ্টা বৈঠকে তাদের ১১ দফা দাবি নিয়ে বিস্তর আলোচনা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. এম শাখাওয়াত হোসেন পুলিশ সদস্যদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। বৈঠকে পুলিশের আইজিপি, র‌্যাবের ডিজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে যে ১৩টি বিষয়ে সিদ্ধান্ত হয়

১. পুলিশের পোশাক পরিবর্তন হবে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাদে সবার ইউনিফর্ম একই হবে। লোগো বদল হবে।

২. চলমান ইস্যুতে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩. পিএসসি’র অধীনে এসআই/সার্জেন্ট নিয়োগ না হয়ে হেডকোয়ার্টার্সের অধীনে নিয়োগের বিষয়ে হেডকোয়ার্টার্সের কাছে ক্লিয়ারেন্স আছে।

৪. এসআই/সার্জেন্ট পদ মার্চ এবং ট্রেনিংয়ের সময় যে বৈষম্য হয় সেটা দূর করা হবে। এসআই/সার্জেন্টকে সব ইউনিটে পদায়ন নিশ্চিত করা হবে।

৫. সব ভাতা, ফ্রেশ মানি, সোর্স মানি বৃদ্ধি করা হবে।

৬. টিএ বিল যথা সময়ে প্রদানের বিষয়ে একমত।

৭. ৮ ঘণ্টা ডিউটি এনশিওর করা হবে। ম্যানপাওয়ার শর্ট থাকলে সেখানে সপ্তাহে একদিন ছুটি/ডে অফের ব্যবস্থা থাকবে।

৮. ভিভিআইপি মুভমেন্টের সময় ফোর্স ডিপ্লয়মেন্ট কমানো এবং এসএসএফ আইন সংশোধন করার বিষয়ে আলোচনা করা।

৯. বছরে একটা বেসিক দেওয়ার বিষয়টি আটকে আছে। সেটা দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে দেওয়া ব্যবস্থা করা হবে।

১০. অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা দেওয়া হবে।

১১. নিজ রেঞ্জে পোস্টিংয়ে গুরুত্ব দেওয়া হবে।

১২. কমিউনিটি ব্যাংকের হিসেব প্রতি বছর দেওয়া হবে।

১৩. নারী পুলিশ পরিদর্শকদের থানা পর্যায়ে সুযোগ দেওয়ার বিষয়ে পজিটিভ।

/কেএইচ/এবি/আরআইজে/
সম্পর্কিত
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
অনলাইন জুয়া রোধে অভিযান, ১ হাজারের বেশি এমএফএস অ্যাকাউন্ট বন্ধের উদ্যোগ
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
৭৭ লাখ টাকা কমে তৃতীয় দরদাতাকে পশুর হাট দিচ্ছে ডিএনসিসি!
৭৭ লাখ টাকা কমে তৃতীয় দরদাতাকে পশুর হাট দিচ্ছে ডিএনসিসি!
দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস
পুতিনকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প
ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলাপুতিনকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প
আজও সচিবালয়ে সমাবেশ করবেন কর্মচারীরা
আজও সচিবালয়ে সমাবেশ করবেন কর্মচারীরা
সর্বাধিক পঠিত
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়