পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অষ্টম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
রবিবার (১ সেপ্টেম্বর) পিকেএসএফে যোগদান করেন তিনি। এর আগে বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
রবিবার পিকেএসএফ ভবনে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন।
আগামী তিন বছরের জন্য পিকেএসএফ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কা অঞ্চলের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। চাকরিকালে তিনি বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ, সংস্থাপন, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিভিন্ন ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন।