রাজধানীর কোতোয়ালী থানার বাবুবাজার ব্রিজের নিচে থেকে চাকুসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতাররা হলো- মো. আমির হোসেন (২৭) ও মো. তহিদুল ইসলাম মানিক (৪৫)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশি করে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা রুজু করা আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে ছিনতাই করে আসছিল এবং বাবুবাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।