X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

সাংবাদিক মেহেদী হাসানের হত্যাকারীদের শাস্তির দাবি পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৪:২৪আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৪:২৪

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসানের হত্যার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে তার পরিবারের সদস্যরা। 

বুধবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে মেহেদী হাসানের পরিবারের ব্যানারে ‘জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান হত্যা মামলার বাদী পিতা মোশাররফ হোসেনকে আসামিদের দ্বারা হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। 

মানববন্ধনে মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন বলেন, গত বছরের জুলাই মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আমার ছেলে ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান যাত্রাবাড়ীতে নিউজ কাভারেজের জন্য দায়িত্ব পালন করছিল। ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং গুলিতে মেহেদী হাসান নিহত হয়। তার মৃত্যুতে আমরা যেমন সন্তানহারা হয়েছি, দেশও একজন সম্ভাবনাময় সাংবাদিককে হারিয়েছে।

তিনি বলেন, আমার ছেলের মৃত্যুর পর মামলা করতে গেলেও বারবার বাধার মুখে পড়তে হয়েছে। অবশেষে মামলা রুজু হলেও আমরা ন্যায়বিচার পাচ্ছি না। যাত্রাবাড়ী থানার মামলায় কয়েকজনকে গ্রেফতার দেখানো হলেও মামলার অপর আসামিরা এখনও বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এই মামলার দুই আসামি খোরশেদ আলম ও আশরাফুল হক বর্তমানে একজন উপদেষ্টার কোম্পানিতে ঊর্ধ্বতন পদে কর্মরত আছে। তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে বিভিন্ন সময়ে নানাভাবে হুমকি দিচ্ছে তাদের নাম প্রত্যাহার করার জন্য। আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তা হুমকিতে রয়েছি।

নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবা আরও বলেন, এ অবস্থায় আমি সন্তানের হত্যাকারীদের উপযুক্ত শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আকূল আবেদন জানাচ্ছি। 

মানববন্ধনে মেহেদী হাসানের পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ
‘হত্যা না করে হাত-পা কেটে ফেললেও ছেলের মুখে বাবা ডাক শুনতে পারতাম’
পারভেজ হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সর্বশেষ খবর
ঢাকায় বায়ুদূষণ রোধে কেন ব‍্যবস্থা নয়: হাইকোর্টের রুল
ঢাকায় বায়ুদূষণ রোধে কেন ব‍্যবস্থা নয়: হাইকোর্টের রুল
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ
বরগুনায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা না নেওয়ার অভিযোগ
বরগুনায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা না নেওয়ার অভিযোগ
‘সোয়াপ ট্রান্সপ্ল্যান্ট’ চালুর কথা ভাবছে সরকার 
‘সোয়াপ ট্রান্সপ্ল্যান্ট’ চালুর কথা ভাবছে সরকার 
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার