এক সময়ের জনপ্রিয় গণমাধ্যম রেডিও কি এখন শুধুই অতীতের গল্প? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, রেডিওর জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। জরিপ অনুযায়ী, মাত্র ৬ দশমিক ৭ শতাংশ মানুষ রেডিও শোনেন। অন্যদিকে ৯৩ দশমিক ৯৩ শতাংশ মানুষ রেডিওর প্রতি অনাগ্রহী।
বৃহস্পতিবার (২০ মার্চ) এই জরিপ প্রকাশ করা হয়।
বিবিএস জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি দেশের ৬৪ জেলার ৪৫ হাজার হাউসহোল্ড থেকে ১০ বছরের বেশি বয়সী সদস্যদের কাছ থেকে উত্তর সংগ্রহ করা হয়েছে। উত্তরদাতাদের ২৩ হাজার ১৪৫ জন নারী আর ২১ হাজার ৯০০ জন পুরুষ।
রেডিওর প্রতি মানুষের আগ্রহ কমার কারণ
জরিপ অনুযায়ী, রেডিও না শোনার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন অংশগ্রহণকারীরা। সেগুলো হলো–
- ৫৪ দশমিক ৭ শতাংশ মানুষ মনে করেন, রেডিও শোনার প্রয়োজন নেই।
- ৩৪ দশমিক ৮৭ শতাংশ বলেছেন, রেডিও এখন সহজলভ্য নয়।
- ৭ শতাংশ সময়ের অভাবে রেডিও শোনেন না।
- ২ দশমিক ৫৪ শতাংশ আর্থিক সামর্থ্যের অভাবে রেডিও কিনতে পারেন না।
- শূন্য দশমিক ২৮ শতাংশ মনে করেন, রেডিওর বিশ্বাসযোগ্যতা কমে গেছে।
এক সময় রেডিও ছিল সংবাদ ও বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। বাংলাদেশ বেতার, বিবিসি বাংলা, ভয়েস অব আমেরিকা, রেডিও তেহরানসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক রেডিও স্টেশন বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু টেলিভিশন ও ইন্টারনেটের উত্থানের সঙ্গে সঙ্গে রেডিও তার সেই জনপ্রিয়তা হারাতে শুরু করেছে বলে মনে করেন অধিকাংশ মানুষ। তবে সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি বলেও মত অনেকের। এখনও কিছু এফএম রেডিও স্টেশন তরুণদের মাঝে বিনোদন ও তথ্য প্রচারের কাজ করে যাচ্ছে। বিশেষ করে গাড়িতে যাতায়াতের সময় বা কর্মক্ষেত্রে ব্যস্ততার মাঝে অনেকে রেডিও শোনেন।