রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিঁড়ে ৯ জন আহত হয়েছেন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকালে এমন একটি ঘটনা ঘটেছিল। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট সেখানে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে একজন লিফটম্যান তৌফিক। আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা একনাবিন অডিট ফার্মের কর্মী। তারা মাথায়, হাতে, পায়ে এবং পেটে আঘাত পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করে ১৩ তলা ভবন থেকে লিফটটি নামার সময় তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এসময় লিফটের ভেতর কতজন ছিল, তা জানা যায়নি।