X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পাঠক টানতে মেলা প্রাঙ্গণে নানা আয়োজন

হাসনাত নাঈম
০৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০১

 

বইমেলা

অমর একুশে গ্রন্হমেলায় পাঠক টানতে নানান ধরনের আয়োজন করছেন মেলার আয়োজক ও প্রকাশকরা। তাদের দাবি, পাঠকদের সঙ্গে লেখক-প্রকাশকদের যোগাযোগ বাড়লে মেলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। বই সারা বছরই কেনার সুযোগ থাকে। কিন্তু লেখকের সঙ্গে সাক্ষাৎ কিংবা লেখককে জানার সুযোগ মূলত এই এক মাসেই হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বইমেলার তৃতীয় দিন হলেও অনেকটাই প্রাণোজ্জ্বল হয়ে উঠেছে গ্রন্হমেলা। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই বইপ্রেমীরা ভিড় করতে শুরু করেছেন সেখানে। কেউ বন্ধুবান্ধবের সঙ্গে আবার কেউ সপরিবারে চলে এসেছেন। অনেকে বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে দেখছেন, আবার অনেকেই পছন্দের বইটি শুরুতেই কিনে নিচ্ছেন। কেউ এসেছেন শুধু মেলা প্রাঙ্গণ ঘুরে দেখতে।

বইমেলা

এবারের মেলা প্রাঙ্গণটি অনেকটাই সুসজ্জিত বলেও জানিয়েছেন আগতরা। পরিপাটি করে গোছানো হয়েছে প্রতিটি অংশ। হাঁটাচলা ও আড্ডা দেওয়ার জন্য অনেকটা স্থান রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার এবার প্রকাশকদের পক্ষ থেকে প্রতিদিনের নানান কর্মকাণ্ডের ভিডিও ইউটিউবে আপ করা, ফেসবুক লাইভ-এর ব্যবস্থা করার উদ্যোগ অনেকটাই নতুন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এবারের মেলাটি অনেকটা সুসজ্জিত। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলাম। সেই ফাঁকে দুটি বইও কিনে নিয়েছি। কমবেশি পুরো মাসেই মেলায় আসা হবে।

সপরিবারে মেলায় এসেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জামিল ফারুখ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, এবার মেলার পরিবেশ চমৎকার। চারদিক পরিপাটি করে সাজানো। শুধু বই কিনতে না, সময় কাটাতেও মেলায় আসতে পারেন সবাই। বিভিন্ন স্টলে প্রিয় লেখকদের সই করা বই পাওয়া যাচ্ছে শুরুর দিকেই, সেটাও বেশ উৎসাহব্যঞ্জক।

বইমেলা

এদিকে প্রকাশকরা বলছেন, সময়ের সঙ্গে চাহিদা পরিবর্তন হয় বলেই এবার মাল্টিমিডিয়ার দিকে মনোযোগ দিয়েছেন অনেকেই। ভাষাচিত্রের স্বত্বাধিকারী খন্দকার সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এবার ভিন্নভাবে ভাবছি। লেখক-পাঠকদের সঙ্গে কথা বলে দিনের কর্মকাণ্ড ইউটিউবে তুলে দেওয়া হবে। মেলা আরেকটু জমে উঠলে নিয়মিত ফেসবুক লাইভের মাধ্যমে লেখক-পাঠক সম্পর্ককে আরেকটু এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

নতুন লেখক, নতুন বিষয় ও ভিন্নরকমের বইয়ের সমারোহ নিয়ে ইতোমধ্যে ফেসবুকে সাড়া ফেলেছে পেন্ডুলাম পাবলিশার্স। প্রকাশক রুম্মান তার্শফিক বলেন, গত দুই দিনের তুলনায় আজ (মঙ্গলবার) লোকসমাগম বেশি। আজ পর্যন্ত নতুন লেখকদের বই বিক্রি হচ্ছে। আর পুরনো লেখকদের বইয়ের ক্ষেত্রে ক্রেতারা বলছেন, তাদের বই একসঙ্গে কিনবেন। বিকালে গ্রন্হমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় অধ্যাপক হারুন-অর-রশিদ রচিত ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব: কী ও কেন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী। আলোচনায় অংশ নেন অধ্যাপক এম অহিদুজ্জামান ও সাংবাদিক মোজাম্মেল বাবু। লেখকের বক্তব্য প্রদান করেন অধ্যাপক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কামাল চৌধুরী।

পাঠক টানতে মেলা প্রাঙ্গণে নানা আয়োজন

বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, এবারের মেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। শুরুর দিন থেকেই তার জীবন, তার রাজনীতি, তার লেখা নিয়ে পাঠককে কতভাবে ঋদ্ধ করা যায় আমরা সেই আয়োজন করছি।

পাঠক টানতে মেলা প্রাঙ্গণে নানা আয়োজন

এছাড়া কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি কাজী রোজী, কবি সানাউল হক খান, দিলারা হাফিজ ও কবি আসাদ মান্নান। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, গোলাম সারোয়ার, ঝর্ণা সরকার। সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহিম হোসেন চৌধুরী, লিলি ইসলাম, সারোয়ার হোসেন বাবু ও জয়ন্ত আচার্য। যন্ত্রানুষঙ্গে ছিলেন সুবীর চন্দ্র ঘোষ (তবলা), গাজী আবদুল হাকিম (বাঁশি), ইফতেখার হোসেন সোহেল (কি-বোর্ড) ও নাজমুল আলম খান (মন্দিরা)। ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাশিল্পী হাবিব আনিসুর রহমান, কবি রেজাউদ্দিন স্টালিন, লেখক অঞ্জন আচার্য ও শিশুসাহিত্যিক পলাশ মাহবুব।

পাঠক টানতে মেলা প্রাঙ্গণে নানা আয়োজন

/ইউআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু