X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কোথাও গাড়ির চাপ, কোথাও ফাঁকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১৩:০০আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৩:০০

কঠোর লকডাউনের নবম দিন সকালে অফিস যাওয়ার সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনের উপস্থিতির ভিন্নতা দেখা গেছে। কোথাও যানবাহনের চাপ বেশি, কোথাও কোথাও রয়েছে ফাঁকা। বিশেষ করে যেসব এলাকায় চাকরিজীবী মানুষের বসবাস বেশি, সেসব এলাকার সড়কগুলোতে ভিড় দেখা গেছে।

সকালে নগরীর খিলগাঁও, মালিবাগ রেলগেট, মালিবাগ, মগবাজার, এফডিসি মোড়, কাওরানবাজার এলাকায় যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেছে। তবে কলেজগেট, আসাদগেট, ধানমন্ডি-২৭, ধানমন্ডি-৩২, বিজয় স্মরণি, হাতিরঝিল, রামপুরা ব্রিজ সংলগ্ন পুলিশের চেকপোস্টে দেখা গেছে যানবাহনের ভিড়। স্বাভাবিক সময়ের মতোই যানবাহনের উপস্থিতি ছিল এসব এলাকায়। রাজধানীর কিছু কিছু সড়কে গাড়ির চাপ বেশি

কলেজগেট চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সদস্যরা সড়কে তারকাটার বেরিক্যাড দিয়ে সংকুচিত করে রেখেছেন। এ কারণে সেখানে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। চেকপোস্টটি অতিক্রম করতে তিন থেকে চার মিনিট সময় অপেক্ষা করতে হচ্ছে।

দায়িত্বরত পুলিশ সদস্য আসাদুজ্জামান বলেন, আমরা প্রতিদিনের মতো আজও যানবাহন তদারকি করছি। সকালের অফিস সময়ে যানবাহনের চাপ একটু বেশি থাকে। এই সময়টায় ব্যক্তিগত গাড়ির চাপ বেশি দেখা যায়। সাড়ে ১০টার পর থেকে কমতে থাকে। বিনা কারণে কোনও যানবাহন সড়কে বের হচ্ছে কিনা তা দেখাশোনা করছি। রাজধানীর কিছু এলাকায় গাড়ির চাপ স্বাভাবিকের চেয়ে কম

যানজটের আরও দীর্ঘ সাড়ি দেখা গেছে ধানমন্ডি-২৭ নম্বরে। এই চেকপোস্টটিও অতিক্রম করতে প্রতিটি বাহনকে কমপক্ষে ৫-৭ মিনিট করে অপেক্ষা করতে দেখা গেছে। সেখান থেকে যানবাহনের জট ২৭ নম্বর পর্যন্ত দেখা গেছে। চলাচলরত বাহনগুলোর মধ্যে ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি ও মোটরসাইকেল বেশি দেখা গেছে। এছাড়া স্টাফ বাসও দেখা গেছে বেশ কয়েকটি।

তবে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা সিগন্যালে যানজট দেখা যায়নি। কোনও প্রকার সিগন্যাল ছাড়াই যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। দায়িত্বরত পুলিশ সদস্য ইসমাইল হোসেন বলেন, আসলে কখন কোন এলাকায় গাড়ির চাপ বাড়ে তা বলা যায় না। তবে সকালের অফিস সময়ে একটু বেশি থাকে। দুপুরের দিকে কমে যায়। আবার বিকালের দিকে চাপ একটু বাড়ে। রাজধানীর কিছু কিছু সড়কে গাড়ির চাপ বেশি

সিএনজিচালিত অটোরিকশা চালক নাসির উদ্দিন বলেন, লকডাউনের পুরো সময় সিএনজি চালিয়েছি। একের সময় একেক এলাকায় একেক রকম দেখেছি। এই সিগন্যালে জ্যাম থাকলে অন্যটাতে নাই। আসলে বিষয়টা হচ্ছে, চেকপোস্টগুলোতে কড়াকড়ি করলে তখন গাড়ির দীর্ঘ লাইন হয়ে যায়।

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে