X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত ১, আহত ১৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ০৮:২০আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০৮:২০

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। হাজী মুসা ম্যানশন ভবনের ওই আগুনে দগ্ধ‌ হয়ে একজনের মৃত্যু ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি এই ভবনের সিকিউরিটি গার্ড। তিনি নিচতলায় থাকতেন বলে জানা গেছে। শুক্রবার (২৩ এপ্রিল) ভোররাতে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর রাত ৩টা ১৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা মাঠের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ১৯টি ইউনিট আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন ভবনে আগুন

১৫ জনকে আহত অবস্থায় ভবনের ভেতর থেকে বের করে আনা হয়। আটকা পড়াদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হন। ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কিছুটা বেগ পেতে হয়। কেমিক্যাল গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভবনের পূর্ব দিকে শর্ট সার্কিট থেকে লাগা আগুন কেমিক্যাল গোডাউনে দ্রুত ছড়িয়ে পড়ে।

যেভাবে বাসিন্দাদের উদ্ধার

জানা গেছে, নিচতলায় ১০ থেকে ১২টি কেমিক্যাল গোডাউনে ছিল। ছয় তলা ভবনের দুই তলার থেকে ছয় তলায় থাকতো ১৮/১৯টি পরিবার। সেহরির সময় আগুন লাগায় বাসিন্দারা সবাই জেগে ছিলেন।

অতিরিক্ত ধোঁয়ার কারণে আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পরে পুরো ভবন। আটকে পড়া অনেককেই মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন দিয়ে আটকে পড়া ভবনের বাসিন্দাদের নামিয়ে আনেন। বাড়ির ওপরের লোকজনকে উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করা হয়। বারান্দার গ্রিল কেটে ভবনের বাসিন্দাদের নামিয়ে আনা হয়। ছাদের গেট বন্ধ থাকায় অনেকে চেষ্টা করেও ছাদে যেতে পারেননি। আগুনের চেয়ে ধোঁয়ার কারণে অনেক অসুস্থ হয়ে পড়েন। এসময় ফায়ার সার্ভিসের কয়েক জন কর্মীও আহত হন।

ভোর রাত হওয়ায় যে যার বারান্দা থেকে লাইট জ্বালিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে জানান দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে একজন একজন করে নিয়ে ভবনের বাসিন্দাদের নামিয়ে আনেন।

ভবনটির নিচতলায় থাকা কেমিক্যাল গোডাউন বিস্ফোরণের শঙ্কায় হাজী মুসা ম্যানসনের পাশের দুটি ভবন মক্কা টাউয়ার ও আমান কোর্ট থেকে লোকজনকে সরিয়ে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রতিটি ফ্লোরে তল্লাশি চালান। আগুন নির্বাপনের জন্য ধোঁয়ার কারণে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন ভবনে আগুন

যা বলছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। তিনি আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন। সকাল ৬টায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৩টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাই। ৩টা ২৫ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে এসেছে। কেমিক্যাল গোডাউনে হয় আমরা ফাইনাল ডাম্পিং গ্রাউন্ড করছি। এ ঘটনায় আমরা একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া ১৫ জনকে আহত অবস্থায় ভবন থেকে উদ্ধার করা হয়েছে। একজন দগ্ধ রয়েছে। অন্যান্যরা ছোটখাটো আঘাতপ্রাপ্ত। ‌ এছাড়া ফায়ার সার্ভিসের তিন কর্মীর মধ্যে একজন পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। আর দুই জন সামান্য আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা আগুন নেভাতে ব্যস্ত রয়েছি। তদন্ত কমিটি হলে তার মাধ্যমে আগুন লাগার কারণ সম্পর্কে আমরা জানতে পারবো। প্রাথমিকভাবে এখানে পাউডার লিকুইড জাতীয় কেমিক্যাল দেখতে পেয়েছি। যেগুলোর কোনও লেবেল নেই। এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন হলে তদন্তের মাধ্যমে পরবর্তীতে জানা সম্ভব হবে।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, ‘আগুন লাগার ঘটনার বিষয়ে আমাদের কার্যবিধির মধ্যে আইনে যা আছে আমরা তাই করবো। আর অন্যান্য বিষয়ে ব্যবস্থা নেবে প্রশাসন।’

 

/আরটি/এফএস/
সম্পর্কিত
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
শাহজাদপুরে ট্রাকের ধাক্কার রিকশাচালক নিহত
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সর্বশেষ খবর
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
গাজার স্বাস্থ্যকেন্দ্রে ৪০০ ইসরায়েলি হামলা
গাজার স্বাস্থ্যকেন্দ্রে ৪০০ ইসরায়েলি হামলা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা