X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিনোদনের খোঁজে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২১, ২১:৩৯আপডেট : ১৫ মে ২০২১, ২১:৩৯

ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো এবার দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। তবে বন্ধ থাকলেও অনেকেই আশা নিয়ে হাজির মিরপুরে চিড়িয়াখানায়, জাতীয় উদ্যান আর শ্যামলীতে ডিএনসিসি ওয়ান্ডার ল্যান্ড। ভেতরে প্রবেশের সুযোগ না পেয়ে সেখানে গেটের সামনে কিছু সময় অপেক্ষা করে ফিরতে হচ্ছে তাদের। তবে সংসদ ভবন সামনে ও চন্দ্রিমা উদ্যানের সামনে খোলা জায়গা ছিলো শেষ ভরসা। সেখানেই জড়ো হয়েছেন অনেকেই।

ক্রিসেন্ট লেক এলাকা

করোনা মহামারির বিস্তার রোধে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ আগে থেকেই। ঈদেও বন্ধ থাকার কথা জানিয়েছিলো কর্তৃপক্ষ। করোনা মহামারির আগে প্রতিবছর ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

ক্রিসেন্ট লেক এলাকা

দুপুর থেকেই দেখা যায় অনেকেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানা, জাতীয় উদ্যানের সামনে হাজির। সেখানে আসা দর্শনার্থীরা বলছেন, তারা আশা করেছিলের ঈদের দিনে হয়ত খোলা থাকবে বিনোদন কেন্দ্রগুলো। আবার কেউ কেউ বলছেন তারা ভুলে গিয়েছিলেন যে বিনোদন কেন্দ্র বন্ধ আছে।

শ্যামলী শিশুমেলা

এছাড়া বিমান জাদুঘর, নভোথিয়েটার, শ্যামলীতে ডিএনসিসি ওয়ান্ডার ল্যান্ডের সামনে থেকে অনেককেই ঘুরে আসতে হয়েছে। দর্শনার্থীরা বলছেন, ঈদের দিনে বাচ্চাদের ঘরে আটকে রাখা সম্ভব হয়নি। বন্ধ থাকলেও তারা অন্তত ঘর থেকে তো বের হলো। আর বাচ্চারাও বিশ্বাস করতে চায় না বিনোদন কেন্দ্র বন্ধ, অন্তত নিজের চোখে তারাও দেখলো যে বন্ধ আছে।

শ্যামলী শিশুমেলা

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ সব ধরনের জনসমাগম সীমিত করা হয়েছে। উচ্চ সংক্রমণ আছে এমন এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে জাতীয় সংসদ ভবনের সামনে এবং চন্দ্রিমা উদ্যানে গিয়ে হতাশ হতে হয়নি দর্শনার্থীদের। যে কেউই সেখানে যেতে পারছেন। কোন বাধা না থাকায় সেখানে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মাস্কবিহীন মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

শ্যামলী শিশুমেলা

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর জাতীয় জাদুঘর, পুরান ঢাকার লালবাগ কেল্লাসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে।

 

ছবি: নাসিরুল ইসলাম

 

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী