X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি স্কপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৯

সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করাসহ ৫ দফা দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

রবিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, গত ৮ জুলাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের মালিকানাধীন হাসেম ফুড লিমিটেডের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫৪ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ধরণের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং শ্রমিকের মৃত্যু এটাই প্রথম নয়। এ যাবত ছোট-বড় প্রায় ২৫০টি কারখানায় অগ্নিকাণ্ড, ভবন ধস, বয়লার বিস্ফোরণসহ বিভিন্ন ঘটনায় ৫ হাজারের বেশি শ্রমিকের মৃত্যু এবং ২০ হাজারের বেশি শ্রমিক আহত, পঙ্গুত্ববরণ করে মৃত্যু যন্ত্রণায় ধুঁকছে।

তারা আরও বলেন, এ সব ঘটনার মধ্যে রানা প্লাজা ধস এবং তাজরিন গার্মেন্টসের দুর্ঘটনাসহ অতীতের প্রতিটি দুঃখজনক ঘটনার পর বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশিত না হওয়ার ফলে ঘটনার সঠিক কারণ জানা যায় না। কারখানা ভবনের কাঠামোগত দুর্বলতা, অগ্নিনির্বাপণের যথাযথ প্রস্তুতি, দুর্ঘটনা বিষয়ক প্রশিক্ষণ ও উদ্ধার প্রস্তুতির দুর্বলতা, নিয়মিত কারখানা পরিদর্শনের ক্ষেত্রে দুর্বলতা এবং শ্রম আইন, বিল্ডিং কোড মানা হয় কিনা সে ক্ষেত্রে দায়িত্বশীলদের ভূমিকা ইত্যাদি বিষয়ে কোন কিছুই মানুষ আর জানতে পারে না।

দুঃখের সাথে বলতে হয়, কোন ক্ষেত্রেই শ্রমিকের মৃত্যুর জন্য দায়ি মালিক পক্ষের কাউকে শাস্তি পেতে দেখা যায় নাই। বরং একটি ঘটনার রেশ মিলিয়ে যেতে না যেতে আর একটি ঘটনায় শ্রমিকের জীবনহানি ঘটে।

স্কপের অন্যান্য দাবিগুলো হলো- সেজান জুস কারখানায় শ্রমিকের মৃত্যুর জন্য দায়ি মালিকপক্ষ এবং কর্তব্য অবহেলার জন্য দায়ি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের শাস্তি দিতে হবে; মৃত্যুবরণকারী শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এ ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা এবং রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিপূরণের হারকে বিবেচনায় নেওয়া যেতে পারে; ক্ষতিপূরণের একই হারে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং অগ্নিকাণ্ডের পরে ফ্যাক্টরি বন্ধ থাকা অবস্থায় কর্মহীন শ্রমিকদের মজুরি প্রদান করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন স্কপের যুগ্ম-সমন্বয়ক আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা সাইফুজ্জামান বাদশা, নূরুল আমিন, শাকিল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, শামীম আরা, আবুল কালাম আজাদ প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?