X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আরও তিন রুটে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪১

রাজধানী ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আরও তিনটি রুটে শিগগিরই ‘ঢাকা নগর পরিবহন’ চালু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ডিএসসিসির নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের ২১তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।

ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আমরা ইতোমধ্যে ঘাটরচর থেকে কাঁচপুর পর্যন্ত একটি রুটে ঢাকা নগর পরিবহন চালু করেছি। এতে দারুণ  সাড়াও মিলেছে। এই প্রেক্ষাপটে  আমরা আজকের সভায় সিদ্ধান্ত নিয়েছি— আরও তিনটি রুটে শিগগিরই কীভাবে নগর পরিবহন চালু করা যায়, সে বিষয়ে কাজ করবো।’

তিনি বলেন, ‘আমরা যে তিনটি রুটে নগর পরিবহন চালু করতে যাচ্ছি সেগুলো হলো— সবুজগুচ্ছের আওতায় ২২ নম্বর ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ভুলতা, ২৩ নম্বর রুটে ঘাটারচর থেকে সায়েন্সল্যাব হয়ে মেঘনা ঘাট এবং ২৬ নম্বর রুটে ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ। এই তিনটি রুটে নগর পরিবহন চালু করতে শিগগিরই কার্যক্রম শুরু হবে।’

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে বসিলা হয়ে কাঁচপুর ২১ নম্বর রুটে নগর পরিবহন চালু করে বাস রুট রেশনালাইজেশন কমিটি। চালু হওয়া ওই রুটে এখনও যাত্রীর তুলনায় বাস কম রয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘শিগগিরই আরও ৬৫টি বাস নামবে। এতে সংকট দূর হবে। তাছাড়া যাত্রীদের সেবার উদ্দেশেই যেহেতু এ প্রকল্প, তাই যেকোনও মূল্যে সমস্যার সমাধান করা হবে। সেই সঙ্গে ওই রুটে যাত্রী ছাউনিও দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।’

চালুকৃত রুটে লাভ-লোকসানের পরিমাণ কেমন, এ প্রশ্নে শেখ তাপস বলেন, ‘লাভ- লোকসান এখনই হিসাব করা হচ্ছে না। যেহেতু মাত্র শুরু হলো, তাই লাভ- লোকসানের দিকে না তাকিয়ে আপাদত সেবার বিষয়টি নিশ্চিত করতে চাই। যেকোনও বিনিয়োগে শুরু থেকেই লাভ আশা করা যায় না। তবে বর্তমানে যে অবস্থা তাতে বুঝা যাচ্ছে, লাভ-লোকসান দুটোই সমান। ভবিষ্যতে লাভের আশা রয়েছে।’

সভায় উপস্থিত ছিলেন— ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি)  অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ। এসময় ওয়েবিনারে আলোচনায় অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
নিউমার্কেট এলাকার জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প গৃহীত
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া