X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চালের আড়তে অভিযান, ৩ লক্ষাধিক টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ১৬:৩০আপডেট : ০২ জুন ২০২২, ১৬:৫৮

চালের বাজার নিয়ন্ত্রণে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় চালের আড়তে ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় ক্রয় রসিদ ও বিক্রয় রসিদ দেখার পাশাপাশি চালের মূল্য তালিকা প্রদর্শন করা আছে কিনা সেটাও দেখা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

রাজধানীতে চালের আড়তে অভিযান, ৩ লক্ষাধিক টাকা জরিমানা

বাণিজ্যমন্ত্রীর নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা মহানগরীর উত্তরা ও গাজীপুর জেলার টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে।

সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। অভিযান পরিচালনাকালে চালের মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রদর্শনকৃত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রি, ক্যাশমেমো না রাখা, আগের দরে কেনা চালের একদিনের ব্যবধানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ওজনে কম দেওয়া ইত্যাদি অপরাধে টঙ্গী এলাকার মেসার্স মোল্লা চাউল আড়তকে ৫০ হাজার টাকা, মেসার্স রূপসী বাংলা ট্রেডার্সকে দেড় লাখ টাকা ও মেসার্স সাদিয়া রাইস এজেন্সিকে ২০ হাজার টাকা ও উত্তরার (বিডিআর) ৬নং মার্কেট এলাকার চালের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাজী জেনারেল স্টোরকে ৫ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টঙ্গী ও উত্তরা এলাকায় চলেছে অভিযান

এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের অভিযানে চালের ক্রয়-বিক্রয় রসিদে তেমন তারতম্য লক্ষ করা যায়নি। তবে কিছু দোকানে ট্রেড লাইসেন্স না থাকার কারণে ৫টি মামলা ও ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী দলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।

বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হওয়া অভিযানের শুরুতে পাইকারি বাজারে গেলে দেখা যায়, ক্রয় রসিদের সঙ্গে বিক্রয় রসিদের তেমন তারতম্য নেই। ৫৮ টাকা দিয়ে কেনা মিনিকেট পরিবহন ও বিক্রি পর্যন্ত ৩ টাকা খরচ হয়েছে দেখিয়ে এক টাকা লাভ রেখে ৬২ টাকায় বিক্রি করা হচ্ছে।

 বাদামতলী এলাকার চালের আড়তে জাতীয় ভোক্তা অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত, ছবি- সাজ্জাদ হোসেন

অভিযান পরিচালনাকারী দলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বাংলা ট্রিবিউনকে বলেন, এরপর আমরা খুচরা দোকানে যাই পাইকারির সঙ্গে দামের অসামঞ্জস্য আছে কিনা দেখতে। সেখানে গিয়েও তারতম্য দেখিনি। তবে নবাব ইউসুফ আলী বাজারের কয়েকটি দোকানে ট্রেড লাইসেন্স দেখতে চাইলে তারা জানান সেটি বাসায় রাখা আছে। দোকানে ট্রেড লাইসেন্সের কপি না থাকায় মোট ৫টি মামলা ও ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাদামতলী এলাকার চালের আড়তে জাতীয় ভোক্তা অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত: ছবি- সাজ্জাদ হোসেন

/ইউআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
সর্বশেষ খবর
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া