X
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
১৩ আশ্বিন ১৪২৯

অনুমোদনের আগেই ভাড়া বাড়লো হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২২, ১৯:১৭আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৯:১৭

জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে অন্যান্য গণপরিবহনের মতো বৃদ্ধি করা হয়েছে হাতিরঝিলে চলাচলকারী  ওয়াটার ট্যাক্সির ও চক্রাকার বাসের ভাড়া। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অনুমোদনের পর ভাড়া বাড়িয়েছে অন্যান্য গণপরিবহন। কিন্তু হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি, চক্রাকার বাসের ভাড়া বাড়ানো হয়েছে রাজউকের অনুমোদনের আগেই।

রাজউক সূত্রে জানা যায়, হাতিরঝিল হসপিটালিটিস ও এইচ আর ট্রান্সপোর্ট চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সির ভাড়া বাড়ানোর আবেদন করেছে।  কিন্তু অনুমোদনের আগেই মঙ্গলবার হাতিরঝিলে চলাচলকারী চক্রাকার বাসে সব রুটের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। রামপুরা থেকে এফডিসিতে চক্রাকার বাসের ভাড়া ছিল ২০ টাকা। সেটাকে করা হয়েছে ২৫ টাকা । এফডিসি মোড় টু বউবাজার / হ্যাপি হোমস / শুটিং ক্লাবের ভাড়া ২০ টাকা এবং এফডিসি মোড় টু বাড্ডা / রামপুরা / মহানগর / মধুবাগ ভাড়া এখন ২৫ টাকা। এখানে বেড়েছ পাঁচ টাকা।

নতুন ভাড়ার তালিকা অনুযায়ী,  এফডিসি মোড় টু এফডিসি মোড় (চাক্রিক) এর ভাড়া ৩০ এর জায়গায় ৪০ টাকা। বউবাজার টু হ্যাপি হোমস / শুটিং ক্লাবের ভাড়া ২০ টাকা  ও বউবাজার টু বাড্ডা / রামপুরার ভাড়া ২৫ টাকা। শুটিং ক্লাব টু মহানগর / মধুবাগ / বউবাজার / হ্যাপি হোমস / এফডিসি মোড় ২৫ টাকা,  বাড্ডা / রামপুরা টু মহানগর / মধুবাগ / বউবাজার / হ্যাপি হোমস / শুটিং ক্লাব ২৫ টাকা করা হয়েছে। এখানেও বেড়েছে পাঁচ টাকা।  বাড্ডা / রামপুরা টু এফডিসি মোড় ২৫ টাকা ও বাড্ডা / রামপুরা টু বাড্ডা / রামপুরা (চাক্রিক) ৪০ টাকা করা হয়েছে।

ওয়াটার ট্যাক্সিতেও ভাড়া বেড়েছে

চক্রাকার বাস সার্ভিসের ভাড়া আজ বাড়া হলেও ওয়াটার ট্যাক্সির ভাড়া বাড়ানো হয়েছে সোমবার। হাতিরঝিলের এফডিসি ঘাট থেকে গুলশান-১ গুদারাঘাটে ভাড়া ছিল ৩০ টাকা। সেটাকে এখন বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। টিকিটের ৩০ টাকা লেখা ওপর ৪০ টাকা লেখার ছাপ দিয়েই কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।

এফডিসি ঘাট থেকে রামপুরায় ভাড়া ছিল ২০ টাকা এখন সেখানে পাঁচ টাকা বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। রামপুরা থেকে গুলশানের ভাড়াও ২০ টাকা থেকে ২৫ টাকা আর রামপুরা থেকে পুলিশ প্লাজা ১৫ টাকা থেকে ২০ টাকা করা হয়েছে।

ট্যাক্সির যাত্রী রাসেল আহম্মেদ বলেন, কোনও নোটিস ছাড়াই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এ টুকু পথের জন্য দশ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এটা অযৌক্তিক। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্যাক্সি চালক বলেন,  আমাদের ওয়াটার বাস ডিজেলে চলে। বাসে যতটুকু ভাড়া বাড়িয়েছে আমরাও ততটুকুই বাড়িয়েছি।

এ বিষয়ে রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) এএসএম রায়হানুল ফেরদৌস বলেন, তারা ভাড়া বাড়ানোর আবেদন করেছে। কিন্তু এখনও অনুমোদন হয়নি।

বাড়তি ভাড়া আদায়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জিজ্ঞেস করা হলে, এটা রাজউক কর্তৃপক্ষ জানে। ডিজেলের দাম বেড়েছে। সব জায়গায় ভাড়া বেড়েছে। তারা তো আর বাসা থেকে টাকা এনে এগুলো চালাবে না।

 

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
ঢামেকের ভবন থেকে লাফিয়ে পড়ে রোগী গুরুতর আহত
ঢামেকের ভবন থেকে লাফিয়ে পড়ে রোগী গুরুতর আহত
ভ্রাম্যমাণ আদালতের দিকে ইট ছোড়ায় হকারের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের দিকে ইট ছোড়ায় হকারের কারাদণ্ড
রেড জোনে আবার অভিযান
রেড জোনে আবার অভিযান
রাজধানীতে ভবন থেকে পড়ে আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
যাত্রী ছাউনি থেকে সেই প্রধান শিক্ষককে উদ্ধার
যাত্রী ছাউনি থেকে সেই প্রধান শিক্ষককে উদ্ধার
তিউনিসিয়ার জালে ৫ গোল, বিশ্বকাপের প্রস্তুতি সারলো ব্রাজিল
তিউনিসিয়ার জালে ৫ গোল, বিশ্বকাপের প্রস্তুতি সারলো ব্রাজিল
চিকিৎসকের মায়ের কাছে ট্রলি ফি দাবি, একসঙ্গে ১৬ কর্মচারীকে বদলি
চিকিৎসকের মায়ের কাছে ট্রলি ফি দাবি, একসঙ্গে ১৬ কর্মচারীকে বদলি
সৌদির প্রধানমন্ত্রী যুবরাজ সালমান
সৌদির প্রধানমন্ত্রী যুবরাজ সালমান
এ বিভাগের সর্বশেষ
ঢামেকের ভবন থেকে লাফিয়ে পড়ে রোগী গুরুতর আহত
ঢামেকের ভবন থেকে লাফিয়ে পড়ে রোগী গুরুতর আহত
ভ্রাম্যমাণ আদালতের দিকে ইট ছোড়ায় হকারের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের দিকে ইট ছোড়ায় হকারের কারাদণ্ড
রেড জোনে আবার অভিযান
রেড জোনে আবার অভিযান
রাজধানীতে ভবন থেকে পড়ে আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু