X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বুয়েটে আবার ছাত্র রাজনীতি চালুর অনুরোধ ছাত্রলীগ সভাপতির

ঢাবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১৫:১২আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৫:২২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের ব্যানারে সভার বিরোধিতা করে আন্দোলনকারীরা ‘শিবিরকর্মী’ অভিযোগ করে সেখানে আবারও ছাত্র রাজনীতি চালুর অনুরোধ জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

রবিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবি ছাত্রলীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবি’তে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

আল নাহিয়ান খান জয় বলেন, ‘বুয়েট প্রশাসনকে আবারও বিবেচনা করতে বলবো, ছাত্র রাজনীতি সচল করে বুয়েটকে জঙ্গিমুক্ত করতে আপনারা পদক্ষেপ নেবেন। বাংলাদেশ তরুণ প্রজন্মের আলোকবর্তিকা, বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের অনুরোধ করছে।’

বুয়েট প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি বন্ধ করে আপনারা কী বোঝাতে চান? আপনারা কি বুয়েটকে জঙ্গিমুক্ত করতে পারবেন? পারবেন না। বুয়েট ক্যাম্পাসে পাকিস্তানের প্রেতাত্মা যারা মাথাচাড়া দিচ্ছে; তাদের চিহ্নিত করা হবে। তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হবে।’

প্রশাসন ও গোয়েন্দা সংস্থাকে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনাদের অনুরোধ করবো, যারা বঙ্গবন্ধুর স্মরণে শোকের অনুষ্ঠান বানচাল করার প্রচেষ্টা হাতে নিয়েছে, তাদের খুঁজে বের করুন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত। তারা সংবিধান ভঙ্গের মতো কাজ করেছে।’

বিক্ষোভকারীরা জামায়াত-শিবিরকর্মী অভিযোগ করে আল নাহিয়ান খান জয় বলেন, ‘দেশের জন্য এ বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক নেতারা কাজ করেছে। কিন্তু জামায়াত-শিবিরের প্রেতাত্মারা নিজ বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সঙ্গে বেয়াদবি করলো। তারা ভালো কিছু বয়ে আনবে বলে আমি মনে করি না। জাতির পিতা এই বাংলাদেশ সৃষ্টি করেছেন। তাকে নিয়ে যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

এ সময় আরও বক্তব্য দেন– ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

প্রসঙ্গত, শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বুয়েট ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের ব্যানারে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা। আবরার ফাহাদ হত্যার পর থেকে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। সেই সূত্র ধরে ছাত্রলীগের ওই কর্মসূচির প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ করেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

/আরকে/
সম্পর্কিত
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মারা গেছেন
৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ, হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ