X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পূর্বাচল নতুন শহরের পয়োবর্জ্য কোথায় যাবে

রাশেদুল হাসান
২৫ জানুয়ারি ২০২৩, ১২:০০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১২:০০

ঢাকা শহরে পয়োবর্জ্য শোধনের অভাবে দূষিত হয়েছে খাল ও নদী। বলা হচ্ছে, ঢাকার অদূরে পূর্বাচল নামে যে  নতুন শহর হবে, সেটি হবে পরিকল্পিত। কিন্তু পূর্বাচলে ধীরে ধীরে বসতি স্থাপন হলেও এখনও বাসা-বাড়ি থেকে  পয়োবর্জ্য সংগ্রহের নেটওয়ার্ক ও শোধনের জন্য কোনও শোধনাগার তৈরি হয়নি।

নতুন শহর তৈরির প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ পূর্বাচলের দায়িত্ব নেবে না। আর রাজউক নিজেরাও এখানে পয়ঃসংযোগব্যবস্থা ও শোধনাগার তৈরি করেনি।

তারা আরও জানিয়েছেন, এখন প্রতিটি বাড়ি নির্মাণের সময় ভবনে নিজস্ব পয়োশোধনাগার তৈরির ওপর জোর দেবে রাজউক।

পাশাপাশি ভবিষ্যতে পয়ঃসংযোগ নেটওয়ার্ক ও শোধনাগার তৈরির জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) আগ্রহী বিনিয়োগকারী খুঁজছে রাজউক।

রাজউক সূত্রে জানা গেছে, ‘পূর্বাচলে ২৬ হাজার ২১৩টি আবাসিক প্লটের মধ্যে মাত্র ৩০০টির মালিক ভবনের নকশা অনুমোদন নিয়েছেন। আর আদি নিবাসী কোটায় প্লট পাওয়া সাত হাজারের মধ্যে ৫০০ মালিক পাকা-আধা পাকা একতলা বাড়ি করেছেন। একতলা বাড়ির জন্য রাজউক থেকে নকশা অনুমোদন করাতে হয় না।’

আরও জানা গেছে, গত বছরের ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২২তম সভায় পূর্বাচল নতুন শহরে ইউটিলিটি সার্ভিস হিসেবে ড্রেনেজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও স্যুয়ারেজ নেটওয়ার্ক এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে নির্মাণের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন গত বছরের ১ অক্টোবর পূর্বাচলে সরেজমিনে পরিদর্শন করে দ্রুত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে সংশ্লিষ্টদের তাগিদ দেন।

এ বিষয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক মো. মনিরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করবো। আমরা ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়ে দিয়েছি মন্ত্রণালয়ে। পয়োবর্জ্য ব্যবস্থাপনার সিস্টেমটা মূলত আস্তে আস্তে ডেভেলপ করতে হয়। প্রথম দিকে ব্যক্তিগতভাবে পয়োবর্জ্য শোধন করতে হয়। আমরা ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার সময়ই শর্ত দিয়ে দিচ্ছি।’

প্রকল্প পরিচালক আরও বলেন, ‘পয়োবর্জ্য শোধন ব্যক্তিগতভাবেই করতে হবে। কারণ আমরা যদি শোধনাগার তৈরি করি, তাহলে প্রাথমিকভাবে এত ব্যবহার হবে না। এটা উত্তরাতেও অনেক দেরিতে করা হয়েছে।’

তিনি জানান, পিপিপি কর্তৃপক্ষ বিনিয়োগকারী খুঁজছে এ শোধনাগার নির্মাণ ও পরিচালনা করার জন্য।

এ বিষয়ে ইনস্টিটিউট ফর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, ‘আবাসন তৈরি হওয়ার পর স্যুয়ারেজ নেটওয়ার্ক নির্মাণ চ্যালেঞ্জিং, পাশাপাশি খরচ ও ভোগান্তি বেশি হবে। তারা যদি মনে করেন আমরা কেন্দ্রীয় নেটওয়ার্কের আওতায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট করবো, তাহলে এখনই করা উচিত। আর যদি মনে করেন প্রতি ভবনে ছোট স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণ করে পয়োবর্জ্য শোধন করবে, তাহলে এখনই সে পরিকল্পনা করা উচিত।’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের অভিযোগ শহরের পয়োবর্জ্য ব্যবস্থাপনার জন্য  ভবনগুলোতে সেপটিক ট্যাংক ও সোকওয়েল থাকার কথা কিন্তু বেশির ভাগ ভবনে সেটি না থাকার কারণে পয়োবর্জ্য সব খাল ও নদীতে যাচ্ছে।

এই বাস্তবতায় প্রতিটি ভবনে এসটিপি নিশ্চিত করার সক্ষমতা রাজউকের আছে কি না, জিজ্ঞেস করা হলে আদিল মুহাম্মদ বলেন, ‘সদিচ্ছা থাকলে পরিকল্পনা বাস্তবায়ন কোনও বিষয় নয়। আর একটি এসটিপি নির্মাণ করতে খরচও বেশি নয়, ৭-৮ লাখ টাকা।’

উল্লেখ্য, রাজধানী ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমানো ও আবাসনের সুযোগ তৈরির জন্য ১৯৯৫ সালের জুলাই মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের ৬ হাজার ১৫০ একর জমিতে বাস্তবায়ন শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্প। তিন দফা সময় বাড়িয়ে ২০১০ সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল।

/এমএস/এনএআর/
সম্পর্কিত
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়