X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিআরটিএ’র অভিযানের পরও সায়েদাবাদে বাড়তি ভাড়া আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৪, ১৮:১৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২১:৪৮

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে গ্রামের বাড়ি যেতে রাজধানীর সায়েদাবাদ বাস কাউন্টারে শেষ মুহূর্তে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে অনেকের অভিযোগ, শেষ সময়ে বাড়ি যাওয়ার তাড়াকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বাস কাউন্টারগুলোতে। এছাড়া বাস সময়মতো ছাড়ছে না বলেও অভিযোগ বাড়িফেরা মানুষদের। এসব অভিযোগ আমলে নিয়ে উপস্থিত বিআরটিএর ভিজিলেন্স টিম কয়েকটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সায়দাবাদের বিভিন্ন কাউন্টার ঘুরে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখো গেছে, টিকিটপ্রতি ১৫০ থেকে ৫০০ টাকা বাড়তি দিতে হচ্ছে যাত্রীদের। কোথাও দ্বিগুণ ভাড়াও আদায় করা হচ্ছে। ভাড়া বেশি নিয়েও সময়মতো ছাড়ছে না কোনও বাস। কোনও কোনও কাউন্টারে টিকিট না থাকলেও সড়কের পাশে দাঁড়িয়ে এসি বাসের টিকিট বিক্রি করছেন কেউ কেউ।

৫০০ টাকার ভাড়া ১ হাজার টাকা দিতে হয়েছে জানিয়ে বরিশালের যাত্রী হাসান জানান, ‘কোথাও টিকিট নাই। দু-এক জায়গায় টিকিট পাওয়া গেলেও দাম দ্বিগুণ। বাধ্য হয়েই নিতে হচ্ছে।’

এছাড়া দক্ষিণবঙ্গের কিছু সাধারণ বাসের কাউন্টারের নির্ধারিত ভাড়া ৫৫০ টাকা হলেও সড়কে তা ডেকে ৮০০ টাকায় বিক্রি করছেন কেউ কেউ।

কুমিল্লার যাত্রীরা জানান, তাদের কাছ থেকে টিকিটপ্রতি ৫০-১০০ টাকা বেশি রাখা হচ্ছে। এদিকে ৫০০ টাকার ভাড়া ৬০০ টাকা রাখা হচ্ছে নোয়াখালীর যাত্রীদের থেকে।

অভিযোগ জানিয়ে নোয়াখালীর যাত্রী সৈয়দ বলেন, ‘গ্রামে ঈদ কাটাবো বলে পরিবার নিয়ে চলে এসেছি। আজই যেতে হবে। তাই যা চাচ্ছে তা দিয়ে টিকিট নিতে হবে।’

২৫০ টাকার ভাড়া ৩৫০ টাকা নিচ্ছে জানিয়ে কুমিল্লার বাসিন্দা নাসির বলেন, ‘সব বাসের টিকিটে বাড়তি দাম। ৫০ টাকা কম আর বেশি।’

তবে বাস কাউন্টারের টিকিট বিক্রেতারা বলেন, ‘ঈদের এক সপ্তাহে বিক্রি তেমন ছিল না। শেষের দুই দিন বিক্রি হচ্ছে। তাই লাভ উঠাতে কিছুটা বাড়তি ভাড়া নিতে হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্টারকর্মী বলেন, ভাড়া খুব বেশি নেওয়া হয় না। সারা বছর এমনিতেই ডিসকাউন্ট দিয়ে টিকিট বিক্রি করি। ঈদ এলে সেই ডিসকাউন্ট দেই না। আর অন্যান্য সময় গড়ে দুদিক থেকে ভালো যাত্রী আসা-যাওয়া করে। কিন্তু ঈদের সময় ঢাকা থেকে যাত্রী যাওয়ার সময় ভরা থাকে, আসার সময় ফাঁকা। ফাঁকা আনতে হয়, কারণ যাত্রী নিয়ে আসার চিন্তা করলে ঢাকায় বাসের সংকট পড়বে।’

তবে বাস দেরিতে ছাড়ার কারণ হিসেবে যানজটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বিআরটিএর ভিজিলেন্স টিম থেকে জানানো হয়, বাড়তি ভাড়ার বিষয়ে আমাদের যে অভিযোগ জানিয়েছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তিনটি মামলায় জরিমানা করেছি ১৭ হাজার টাকা। বাড়তি ভাড়া বন্ধে আমরা নিয়মিত খোঁজ নিচ্ছি কাউন্টারগুলোয়।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড