কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও থানা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্ট আরমান ভূঁইয়া। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
এর আগে, দুপুর ২টার দিকে সরকারি বিজ্ঞান কলেজ ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেন। পরে বেলা ৩টার দিকে তেজগাঁও কলেজ ছাত্রলীগ, তেজগাঁও থানা এবং ঢাকা উত্তর ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়। তখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আরমান ভূঁইয়া হামলার শিকার হন। হামলাকারীদের আঘাতে তার মাথা, বুক ও বাম পায়ে গুরুতর জখম হয়। মোবাইল ফোন না দেওয়ায় তারা পিটিয়ে জখম করে। এ সময় কয়েকজন সাংবাদিক এসে হামলাকারীদের কাছ থেকে তাকে রক্ষা করেন।
জানতে চাইলে আরমান ভূঁইয়া বলেন, ‘ফার্মগেটে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে নামার পর তেজগাঁও থানা যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। কিছু শিক্ষার্থী মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে সিঁড়ি দিয়ে ভেতরে আশ্রয় নিলে সেখানে তাদের ওপর হামলা করা হয়। তখন মোবাইল ফোনে ছবি তোলার সময় তেজগাঁও থানার যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা দিয়ে আমার ওপর মামলা করে। আমার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া চেষ্টা করা হয়।’
এর আগে, সোমাবর দিবাগত রাতে কোটা আন্দোলনের নিউজ কাভার করতে গিয়ে ছাত্রলীগের হামলায় আহত হন বাংলা ট্রিবিউনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এসএম তাওহিদ।