X
রবিবার, ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

গণহত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচার এবং নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টা থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

এ সময় কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। কেউ কেউ সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান।

অবরোধকারীরা বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে পেয়েছি অবহেলা ও অসম্মান।

শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি: সাজ্জাদ হোসেন

জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে নিহতদের পরিবার বিষয়টিকে ‘সার্কাস’ বলেও অভিহিত করেন। তারা বলেন, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী অনেকেই এখনও বিচারের সম্মুখীন হয়নি। অধিকাংশ অপরাধী প্রকাশ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। এটা শহীদদের স্মৃতির প্রতি অপমান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। ছবি: সাজ্জাদ হোসেন

বিক্ষোভকারীদের দাবিগুলো হলো– প্রতিটা হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেফতার, ১০ দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে; শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে; শহীদ পরিবারের দ্রুত পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে; শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মানী দিতে হবে; শহীদ পরিবারের জন্য দ্রুত মাসিক সম্মানীর ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
আপনি আমাদের জন্য অগ্রিম ঈদ নিয়ে এসেছেন: জাতিসংঘ মহাসচিবকে প্রধান উপদেষ্টা
রাজধানীতে এক দিনে গ্রেফতার ১৯৬
গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন আন্তোনিও গুতেরেসের
সর্বশেষ খবর
বাস রাখাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
বাস রাখাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ১
রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ১
আবরার ফাহাদ হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল
আবরার ফাহাদ হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল
হাসপাতালে এ আর রহমান
হাসপাতালে এ আর রহমান
সর্বাধিক পঠিত
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
আমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
যশোরে ফরহাদ মজহারআমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার