রাজধানীর বনানীর কাকলীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা হলেন, আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)। রবিবার (২৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার এ তথ্য জানান।
কুষ্টিয়া সদর উপজেলার বিসিক সড়ক কুমারপাড়ার মো. আলমের ছেলে আশফাকুর। তিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থী ছিলেন। মাগুরার শ্রীপুর উপজেলার চখলপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সম্পদ। তিনি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী, পাশাপাশি রাইট শেয়ারিং করতেন।
আশফাকুরের বন্ধু সাব্বির জানান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ট্রিপল-ই বিষয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় চাকরির জন্য চেষ্টা করছিল আশফাকুর। সে পাঠাও চালাতো। থাকতো মিরপুরের ফার্মগেইট এলাকার একটি মেছে।
সম্পদের খালাতো ভাই সোহাগ বলেন, সম্পদের বাবা শহিদুল অসুস্থ। তিনি টঙ্গীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। সম্পদ মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টার্ন শেষ করে উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিল।
ওসি বলেন, সম্পদের বাবা মো. জাহিদুল ইসলাম ব্রেন টিউমার নিয়ে টঙ্গী হাই কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি। ওই হাসপাতাল থেকে ভাড়ায় মোটরসাইকেলে খালার বাসায় যাচ্ছিলেন সম্পদ। পথে কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে ঢাকাগামী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলচালকসহ দুজন প্রাণ হারান। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।