X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘শ্যামপুরে ডায়িংয়ের দূষণ বন্ধ না হলে বুড়িগঙ্গাকে বাঁচানো যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ২২:৫২আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২২:৫২

‘বুড়িগঙ্গা আমাদের প্রাণ, বুড়িগঙ্গা ঢাকার প্রাণ। তাই ঢাকাকে বাঁচিয়ে রাখতে হলে বুড়িগঙ্গা নদীকে বাঁচিয়ে রাখতে হবে। এজন্য ডায়িং শিল্পের দূষণ বন্ধ করতেই হবে’– বলছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তাদের আয়োজনে বুড়িগঙ্গা নদী তীরে শ্যামপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ঘাটে ‘শ্যামপুর ডায়িং ইন্ডাস্ট্রি এবং নদী দূষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

মূল বক্তব্য উপস্থাপন করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি বলেন, ‘শ্যামপুরে দূষণের বাস্তবিক অবস্থা বিচারে বিভিন্ন ঋতুতে পানিতে প্রাপ্ত নয়টি ভিন্ন ভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে গবেষণা করা হয়েছে। পরবর্তী সময়ে নানান পদ্ধতি ব্যবহার করে দেখা যায়, শ্যামপুরের পানি সবচেয়ে নিচের ক্যাটাগরি অর্থাৎ পুওর ক্যাটাগরিতে অবস্থান করে। শ্যামপুর ডায়িং ইন্ডাস্ট্রির পানিতে পিএইচের মান প্রাক বর্ষা, বর্ষা ও বর্ষা পরবর্তী মৌসুমে যথাক্রমে ৭.৬, ৬.৭ এবং ৮.৫। আমরা জানি, পিএইচের আদর্শমান ৭-এর চেয়ে বেশি হলে তা ক্ষারধর্মী এবং কম হলে তা অম্লধর্মী। শ্যামপুরের পানিতে প্রচুর পরিমাণে টিএসএস বা টোটাল সাসপেন্ডেড সলিডস পাওয়া যায়, যা পানিতে দ্রবীভূত হয় না এবং পানির নিচে নদীতলে পাতলা আস্তরণ সৃষ্টি করে। এ কারণে জলজ উদ্ভিদের বিকাশ বাধাগ্রস্ত হয়। শ্যামপুরের পানিতে রাসায়নিক ও জৈবিক উভয় প্রকার অক্সিজেন ডিমান্ড অত্যন্ত বেশি, যা এই পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকাকে নির্দেশ করে। পানীয় জলে ফেনলের উপস্থিতি মানবদেহে বিভিন্ন অসুখ যেমন ডায়রিয়া, লিভারে স্থায়ী সমস্যা প্রভৃতি দেখা দিতে পারে।’

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলের মন্তব্য, ‘শ্যামপুরে বুড়িগঙ্গার পানির দূষণ পরীক্ষা করে দেখার দরকার পড়ে না। পানির দিকে তাকালেই দেখা যায় এর রঙ গোলাপি। আমরা শ্যামপুর ডায়িংয়ের রাসায়নিক দূষণের প্রতিবাদ করি। তবে আমরা চাই না ডায়িং শিল্প বন্ধ হোক। আমরা চাই টেকসই উন্নয়ন, আমরা চাই নদী আবারও আগের রূপে ফিরে আসুক। অবিলম্বে নদী দূষণে দায়ী ডাইং কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা বন্ধ করতে হবে, ডাইং কারখানাগুলোকে অবশ্যই বর্জ্য শোধনাগার স্থাপন করতে হবে এবং জনস্বাস্থ্য ও জনস্বার্থ রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্যোক্তাদের নিয়ে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

শ্যামপুরের ডাইং কারখানার দূষিত বর্জ্য নির্গমনের স্থানগুলো থেকে পানির নমুনা সংগ্রহ করে ওয়াটারকিপার্স বাংলাদেশ গবেষণালব্ধ ফল প্রকাশের লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আরও ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জ্যেষ্ঠ সদস্য হানিফ সহিদ, বুড়িগঙ্গা নদী মোর্চার অন্যতম সদস্য শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থার মো. সেলিম, যুব বাপা কর্মসূচির সদস্য সচিব অ্যাডভোকেট রাওমান স্মিতা, যুব বাপা কর্মসূচির সদস্য দেওয়ান নূরতাজ আলম, ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. কামরুজ্জামান এবং প্রকল্প পর্যবেক্ষক ও মূল্যায়ন কর্মকর্তা এম এম কবির মামুন।

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী