X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

দুঃখ প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৮:৫১আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৮:৫১

জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্ব নোটিশ ছাড়াই চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের দু’মাস পর ‘চুপিসারে’ সেই ফল পাল্টে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘চুপিসারে’ ফল প্রকাশের ৬ দিন পর দুঃখ প্রকাশ করে তদন্ত কমিটিও গঠন করেছে তারা। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ সেপ্টেম্বর অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশের পর আংশিক ত্রুটি পরিলক্ষিত হলে গত ২৪ নভেম্বর তা সংশোধন করা হয়। ফল নতুন করে প্রকাশ করার ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রকাশিত ফলাফলে কিছু পরীক্ষার্থীর ফল ভুল আসায় কর্তৃপক্ষের নজরে আসা মাত্রই তা সংশোধন করা হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, ত্রুটি সংশোধনের পর ১ লাখ ২৩ হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৯ হাজার পরীক্ষার্থীর ফলাফলে কিছুটা ভিন্নতা আসে এবং পাঁচ হাজারের বেশি পরীক্ষার্থীর সিজিপিএ বৃদ্ধি পায়। সতর্কতা থাকা সত্ত্বেও কখনও ভুলত্রুটি হওয়া অস্বাভাবিক নয় এবং তা দৃষ্টিতে আসা মাত্রই সংশোধন করা কর্তৃপক্ষের দায়িত্ব বলে মনে করে।

ফলাফলে ত্রুটি ও পরবর্তীতে তা সংশোধনের বিষয়ে সংশ্লিষ্ট তিন জন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং বিষয়টি কিভাবে ঘটলো তা খতিয়ে দেখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলরের (একাডেমিক) নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন এদিকে এ বিষয়ে জানতে ফোন করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদকে পাওয়া যায়নি। তবে পরীক্ষা নিয়ন্ত্রক ড. বদরুজ্জামান উপাচার্যের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপাচার্য বলেছেন তদন্ত কমিটি প্রতিবেদন দিলে সেই মোতাবেক ব্যবস্থা নেবেন। তবে যাদের সিজিপিএ কমে গেছে তাদের একটা মানোন্নয়ন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন।’

এদিকে শিক্ষার্থীদের দাবি, চার বছরের জায়গায় ৬ বছর লেগেছে অনার্স পাশ করতে। অবার এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভুলের কারণে আমরা কেন মানোন্নয়ন পরীক্ষা দেবো? এ নিয়ে ঢাকা কলেজসহ অন্যান্য বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা প্রথম প্রকাশিত ফলাফল পূনর্বহালের দাবিতে মানববন্ধনও করেছে।

উল্লেখ্য, পূর্ব নোটিশ ছাড়াই চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের দু’মাস পর গত ২১ নভেম্বর ‘চুপিসারে’ সেই ফলাফল পাল্টে ফেলে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফল পরিবর্তন হয়েছে শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হলে তারা ২২ নভেম্বর থেকেই প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছেন। বাংলা ট্রিবিউনে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পরই বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয় দুঃখ প্রকাশ করে তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেয়।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
মে দিবসে সিপিবি’র সমাবেশ
মে দিবসে সিপিবি’র সমাবেশ
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’