X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তদন্তের কেন্দ্রে এমপি লিটনের বাড়ি

জামাল উদ্দিন ও জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা থেকে
০৪ জানুয়ারি ২০১৭, ২০:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ০১:৪৯

এমপি লিটনের বাড়ি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত চলছে মূলত তার বাড়ি ঘিরেই। এরই অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ও তদন্ত সংশ্লিষ্টরা বাড়ির বিভিন্ন কক্ষ, বারান্দাসহ বিভিন্নস্থান পরিদর্শন-পর্যবেক্ষণ করে ঘটনার চুলচেরা বিশ্লেষণ করছেন। এ সময় তারা লিটনের নিকট আত্মীয়, প্রতিবেশী, কেয়ারটেকারসহ বাড়ির কয়েকজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত প্রসঙ্গে সুন্দরগঞ্জ থানার ওসি আতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি এত কাঁচা নয়। যারা এই হত্যাকাণ্ড করেছে, তারা পরিকল্পিভাবে করেছে। সুতরাং তাদের সহজে শনাক্ত করা সম্ভব নয়।’

ঢাকা-লালমনিরহাট রেল লাইনের পাশে এমপি লিটনের বিশাল বাড়ি। বাড়ির সামনেই বিশাল মাঠ। মাঠের পশ্চিম পাশ ঘেঁষে দোতলা ভবন। পেছনের অংশে রান্না ঘর, কেয়ারটেকারসহ কর্মচারীদের থাকার ঘর। উত্তর পাশে বিশাল গোয়াল ঘর। বাড়ির সামনে একটি বাঁশ ঝাড়ের পাশেই ছোট একটি পারিবারিক কবরস্থান। এমপি লিটনের বাবা-মা ও দাদি-নানির কবর রয়েছে সেখানে। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ ঘরের বৈঠক খানায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর লিটনকে তার মায়ের পাশেই দাফন করা হয়।

এমপি লিটনের বাড়িতে তদন্তকারী কর্মকর্তারা এদিকে সোমবার বিকালে এমপি লিটনকে দাফনের পর তার স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি ও বোনেরা পরদিন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছিলেন ওই বাড়িতে। মঙ্গলবার রাতেই তারা সবাই ঢাকায় ফিরে যান।

প্রতিবেশী ও স্বজনরা জানান, এমপি মনজুরুল ইসলাম লিটনের মৃত্যুর আগে ওই বাড়ির ভেতরে-বাইরে সবসময় মানুষের সরব পদচারণা ছিল। এখন বাইরে সরব থাকলেও বাড়ির ভেতরে একেবারেই নীরব। বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গার সাহাবাজ গ্রামে এমপি লিটনের বাড়িতে গিয়ে দেখা যায়, বিলকিসসহ দু’জন নারী গৃহকর্মী ও কেয়ার টেকার ইউসুফ ও শাহ আলম এবং এমপি লিটনের চাচি স্মৃতি বেগম ছাড়া আর কেউ নেই। বাড়ির বাইরে কয়েকজন নিকট আত্মীয়কে দেখা গেলেও তাদের ভেতরে যেতে দেখা যায়নি। লিটনের কবরের পাশে একজন রাজমিস্ত্রি দেওয়াল তোলার কাজ করছিলেন।

এমপি লিটনের বাড়ির সামনে তদন্তকারী দল

বুধবার বেলা ১১টার দিকে গাইবান্ধার সুন্ধরগঞ্জ থানার বামনডাঙ্গার সাহাবাজ গ্রামে এমপি লিটনের বাড়ি গিয়ে দেখা যায়, পুলিশের তদন্ত সংস্থা ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে’র (পিবিআই) সদস্যরা তৎপরতা দেখাচ্ছেন বাড়ির ভেতরে-বাইরে। পিবিআই’র রংপুর বিভাগের কমান্ড পোস্ট ভবনের সামনে পেছনে ঢোকার পথেই হলুদ ফিতা টেনে সাধারণের যাতায়াত বন্ধ করে দিয়েছেন। সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ছাড়াও পিবিআই’র সদস্যরা ঘটনার আদ্যপান্ত জানার চেষ্টা করছেন। তাদের সঙ্গে গাইবান্ধা পুলিশ ও র‌্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সারাক্ষণ তৎপর থাকতে দেখা যায়।

ঘটনা তদন্তে সংশ্লিষ্ট পিবিআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কেউই গণমাধ্যমের কাছে এ মুহূর্তে কেউই মুখ খুলতে রাজি হননি। রহস্য উদঘাটিত হলে সব কিছুই খুলে বলবেন বলে জানান পিবিআই-এর সদর দফতরের বিশেষ পুলিশ সুপার আহসান হাবিব পলাশ।

 আরও পড়ুন: গুলিবিদ্ধ এমপি লিটন মারা গেছেন

/এমএনএইচ/       

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!