X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পুলিশের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে নবীনবরণ অনুষ্ঠানে আইজিপি একেএম শহীদুল হক জনগণের মধ্যে পুলিশভীতি রয়েছে  বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘পুলিশের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে। তাই কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে সেই দূরত্ব ও ভীতি কমিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে।’ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করার কারণে সমাজে অপরাধ কমিয়ে আনা সম্ভব হচ্ছে।’ জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধেও কমিউনিটি পুলিশিংকে কাজে লাগানোর  আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ’

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা জঙ্গিবাদ ও মাদক বলে মন্তব্য করে আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমন ও মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জঙ্গি দমন ও মাদক রোধে কাজ করছে। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনও স্থান নেই। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও সাফল্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ এখন রোল মডেল।’ তিনি বলেন, ‘চৌকস ও পেশাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও আন্তরিকতার ফলেই জঙ্গি দমনে এ সাফল্য অর্জিত হয়েছে।’ 

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ড. মো. আবু তাহের, ড. এ এস এম আতিকুর রহমান, ড. নুরুল ইসলাম, পুলিশ সদর দফতরের এআইজি (গোপণীয়) মো. মনিরুজ্জামান, নবীন শিক্ষার্থী সাইফুল ইসলাম তপু, বিদায়ী শিক্ষার্থী রনি মৃধা, মানছুরা আক্তার মৌ, মহিদুল ইসলাম মিল্টন প্রমুখ।  

নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসতিয়াক ও দিপা। পরে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

/জেইউ/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু