X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘র‌্যাবের মনোবল ধ্বংস করার হীন উদ্দেশ্যে আত্মঘাতী সন্ত্রাসী হামলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ২০:১২আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২০:১৭

আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলা দেশের এলিট ফোর্স র‌্যাব সদস্যদের মনোবল ধ্বংস করার হীন উদ্দেশ্যে এ বাহিনীর নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে র‌্যাব মামলার এজাহারে উল্লেখ করেছে।

শুক্রবারের আত্মঘাতী হামলার ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারে এই অভিযোগ করা হয়। র‌্যাব সদর দফতরের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক উইংয়ের এসআই মো. রাশেদুজ্জামান মামলাটির বাদী। শুক্রবার রাতেই ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে বিমানবন্দর থানায় তিনি মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ২১।

এজাহারে তিনি উল্লেখ করেন, ‘অজ্ঞাত জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার জন্য, জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে, র‌্যাব ফোর্সের মনোবল ধ্বংস করার হীন উদ্দেশ্যে ওই আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালিয়ে র‌্যাব সদস্যদের খুন ও জখমের চেষ্টা চালানো হয়েছে।’

ঘটনার বর্ণনা দিয়ে এজাহারে তিনি উল্লেখ করেন, ‘শুক্রবার জুম্মার দিন হওয়ায় আমি গোসল করার জন্য আমাদের ব্যারাক সংলগ্ন উত্তর পাশের দুই ব্যারাকের মধ্যবর্তী উন্মুক্ত গোসলখানায় গোসল করতে ছিলাম। আমার সঙ্গে পানির হাউসের চারপাশে ল্যান্স করপোরাল মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুর রহমান, এসআই আব্দুল আলিম কনস্টেবল আব্দুর রাজ্জাক, আনসার সিপাহী মো. জুলহাস মিয়াসহ আরও র‌্যাব সদস্যরা গোসল ও অজু করছিল। শুক্রবার দুপুর ১২টা ৫৯ মিনিটে ল্যান্স করপোরাল মিজান একজন অজ্ঞাত লোককে উত্তর-পূর্ব পাশের প্রাচীর টপকে গোসলখানার দিকে আসতে দেখেন। তাকে চ্যালেঞ্জ করে আসার কারণ ও পরিচয় জিজ্ঞাস করলে লোকটি তার ডান হাত বুকের ওপর রাখার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণে সকলেই মাটিতে লুটাইয়া পড়ি। আমি শব্দের ব্যাপকতায় কিছুটা স্তম্ভিত হই। এরপর দেখতে পাই আমার বাম চোখের নিচে ও নাভির ডান পাশে রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে ছোপ ছোপ ছিন্ন-বিচ্ছিন্ন মাংসের অংশ লেগে আছে। আমিসহ অন্যান্য র‌্যাব সদস্যরা চিকিৎসা গ্রহণ করি।আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে মৃত অবস্থায় পড়ে থাকে।’

এজাহারে তিনি উল্লেখ করেন, ব্যারাক হতে ও গেটে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা আমাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রুষা প্রদান করার সময় আমি দেখতে পাই যে, ল্যান্স করপোরাল মিজান ও কনস্টেবল আরিফের শরীরের বিভিন্ন স্থানে জখম। এদের মধ্যে আরিফ শব্দজনিত কারণে কানে আঘাত পেয়েছেন। বিস্ফোরণের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। ল্যান্স করপোরাল মিজান ও কনস্টেবল আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে এবং কনস্টেবল রাজ্জাককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের পরপরই ক্যাম্পের লোকজন ও বাজারের পথচারীরা গেটে এসে জানান, তারা আরও ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে পালিয়ে যেতে দেখছেন।’

এজাহারে বলা হয়, ‘র‌্যাবের মনোবল ধ্বংস করার হীন মানসিকতা নিয়ে জঙ্গিরা আমাদের র‌্যাব সদস্যদের খুন ও জখমের জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। ল্যান্স করপোরাল ওই জঙ্গিকে চ্যালেঞ্জ ও বাধা প্রদান না করলে, সে ব্যারাকের ভেতরে বা ডাইনিংয়ে গিয়ে আত্মঘাতী হতো। তাতে মারাত্মক খুন  ও ধ্বংসযজ্ঞ হতো।’

তিনি এজাহারে লিখেছেন, ‘আত্মঘাতীর বয়স আনুমানিক ২৫/৩০ বছর। তার পরনে কালো প্যান্ট, সাদা ফুল হাতার চেকশার্ট, মাথায় কালো ও হলুদ বর্ডারের কাপড়ের তৈরি পি-ক্যাপ এবং পেছনে কাঁধে ব্যাগ ঝুলানো ছিল। স্প্লিন্টারের আঘাতে ব্যারাকের টিনের বেড়া, পানির হাউজের দেয়াল মারাত্মক ক্ষতি হয়েছে। আত্মঘাতীর বহন করা ব্যাগটি অনুমান ৭/৮ গজ দূরে পড়ে আছে। ব্যাগের ভেতর থেকে একটি বড় তাজা বোমা উদ্ধার করা হয়। যা পরবর্তীতে র‌্যাবের বোম ডিস্পোজাল টিম  বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।’  

/এনএল/এআরআর/  এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী