X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁস ঠেকাতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৭, ২৩:০৭আপডেট : ৩১ মার্চ ২০১৭, ২৩:০৭

প্রশ্নফাঁস ঠেকাতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের পরামর্শ প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারকে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এমএম আকাশ। পাশাপাশি ফেসবুকের মাধ্যমে যারা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। 

শুক্রবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম হলে ‘এইচএসসি পরীক্ষা-২০১৭: প্রশ্নফাঁস ঠেকাবো কী করে?’ শীর্ষক  সংলাপে এ পরামর্শ দিয়েছেন এমএম আকাশ। আগামী রবিবার (২ এপ্রিল)  শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানোর লক্ষ্যে এই সংলাপের আয়োজন করে বেসরকারি সংগঠন ‘শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন’ (শিশির)।

অধ্যাপক এমএম আকাশ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য যেসব ফুটো রয়েছে, সেগুলো বন্ধ করতে হবে। বিজিপ্রেস, মডারেটর, জেলা প্রশাসন বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশ্নফাঁস হচ্ছে, যা ফেসবুকের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে যাচ্ছে। ফেসবুকে প্রশ্নফাঁসের মার্কেট তৈরি হয়েছে। এই মার্কেট বন্ধ করতে হবে। এজন্য চার/পাঁচ সেট প্রশ্নপত্র তৈরি করুন। তাহলে প্রশ্ন ফাঁস করেও ব্যবসা করা যাবে না।’

প্রশ্নফাঁস ঠেকাতে ‘কালচারাল রেভোলিউশন’ প্রয়োজন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ইনবিল্ট পদ্ধতিতে প্রশ্ন করুন। পরীক্ষার হলে ইন্টারনেট কানেকশন সহ কম্পিউটার থাকবে। পাসওয়ার্ড থাকবে প্রতিষ্ঠান প্রধানের কাছে। পরীক্ষার দিন পাসওয়ার্ড দিয়ে প্রশ্ন বের করে প্রিন্ট করবেন তিনি। তাহলে প্রশ্নফাঁস করার সুযোগ থাকবে না।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শ্যামলী শেলী বলেন,  ‘প্রশ্ন প্রণয়ন পদ্ধতি বদলাতে হবে, প্রশ্ন ফাঁসকারীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সাংস্কৃতিক শক্তি দিয়ে আমাদের এটা প্রতিহত করতে হবে।’

সংলাপে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আনোয়ার হোসেন বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলার সময় নকল ধরে বহিষ্কৃত হয়েছি। অনেক শিক্ষক আমাকে বলেছেন, ‘দেশ যেভাবে চলছে, তুমি সেভাবে বুঝে চলো।’ যেসব শিক্ষার্থীর নকল ধরেছি, তারা পাস করে চলে গেছে। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যায়নি।’

নটরডেম কলেজের সাবেক অধ্যাপক ও সাপ্তাহিক শিক্ষাবার্তার সম্পাদক এ এন রাশেদা বলেন, ‘পৃথিবীর কোনও দেশে পঞ্চম শ্রেণির আগে অন্য ভাষা শেখানো হয় না। এটা শুধু বাংলাদেশেই হয়। শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চা, গান-বাজনা, খেলাধুলার সুযোগ নেই। পাঁচ বছর না যেতেই প্রাথমিকে সমাপনী পরীক্ষা সনদের লড়াই শুরু হয়ে যায়। নিজের ভাষাও ভালো মতো শিখতে পারে না ছেলেমেয়েরা।’

সংলাপে আরও অংশ নেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন, সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।

এসএমএ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ