X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শেষ বিদায়ে স্বজন হারানো কান্নায় ভারি বাংলা ট্রিবিউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ১৫:২৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৫:৫৫

সাংবাদিক ওমর ফারুকের মরদেহ বাংলা ট্রিবিউন কার্যালয়ে আনার পর শোকাভিভূত সহকর্মীরা

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক পশ্চিম পান্থপথে তার কর্মস্থল বাংলা ট্রিবিউনের তিন তলা থেকে নেমে প্রতিদিন এই পথ ধরেই চলে যেতেন। আজও সেই একই পথেই বেরিয়ে গেলেন তিনি। কিন্তু এর আগে কখনও এত মানুষ অশ্রুসজল চোখ দাঁড়িয়ে দেখেননি তাকে। এর আগে তার চলে যাওয়া দেখে কেউ মনে মনে বলেননি, ‘এভাবে যেতে নেই, ফারুক ভাই।’ আজ রবিবার (৩০ এপ্রিল) সহকর্মীসহ আশপাশের পরিচিতজনরা তার প্রস্থানের পথ ধরে দাঁড়িয়ে রইলেন ঠায়। তারা সবাই আজ জানেন, ওমর ফারুক আর ফিরবেন না।

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুক আর নেই। রবিবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৫১ বছর।

বাংলা ট্রিবিউন কার্যালয়ে দ্বিতীয় জানাজার আগ মুহূর্ত

বেলা সোয়া ২টার কিছুক্ষণ পরে নিজ কর্মস্থল বাংলা ট্রিবিউনে ওমর ফারুকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, হেড অব নিউজ হারুন উর রশিদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের সহকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এছাড়া ওমর ফারুকের স্ত্রী, দুই মেয়ে ও স্বজনরাও উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমে তার সাবেক সহকর্মীরা শেষবারের ওমর ফারুকের সান্নিধ্য পেতে হাজির হয়েছিলেন পান্থপথের কার্যালয়ে।

ওমর ফারুককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল

এর আগে, দুপুর ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় ওমর ফারুকের মরদেহ। সেখানে বিভিন্ন গণমাধ্যমের কর্ণধার, সহকর্মী, ও সাংবাদিক নেতাদের ‍উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এসময় সবার শ্রদ্ধায় সিক্ত হন সদ্যপ্রয়াত এই সাংবাদিক। ডিআরইউয়ের সামনে ওমর ফারুকের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এসময় তিনি ওমর ফারুকের কর্মময় জীবন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

ওমর ফারুকের প্রতি ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহানের শেষ শ্রদ্ধা

এর আগে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে খবর সংগ্রহের পর অফিসে প্রবেশের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ইসিজি ও এনজিওগ্রাম করার পর হার্টের শিরায় দু’টি ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে সিসিইউতে ভর্তি করা হয় তাকে। শুরুতে রিং পড়াতে চাইলেও কিছু জটিলতা দেখা দেওয়ায় তার বাইপাস সার্জারির প্রয়োজন হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু সেই সার্জারির আগেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ওমর ফারুক।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত প্রথম জানাজায় অংশ নিয়ে ওমর ফারুকের কর্মজীবন নিয়ে কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন

কর্মজীবনে দৈনিক সমাচার, দৈনিক রুপালি, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর ও বাংলা ট্রিবিউনে কাজ করেছেন ওমর ফারুক। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন তিনি। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার ছোট। তার বড় মেয়ে ফারিহা ওমর ইরা দশম শ্রেণিতে ও ছোট মেয়ে দীপিকা ওমর দিয়া ৬ষ্ঠ শ্রেণিতে পড়ছে। তার স্ত্রী সানজিদা ওমর সৈকত।

/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে