X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বেফাকের যুগ্ম মহাসচিব আবুল ফাতাহ আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ১৭:৫৬আপডেট : ২০ মে ২০১৭, ১৮:০৫

বেফাকের যুগ্ম মহাসচিব আবুল ফাতাহ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) যুগ্ম মহাসচিব ও মালিবাগ জামিয়ার মুহাদ্দিস আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া আর নেই। শনিবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার ছোটভাই লালবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তৈয়ব শনিবার এ খবর নিশ্চিত করেছেন।
মুফতি মুহাম্মদ তৈয়ব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকদিন আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়াকে মগবাজারের নিউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হার্ট অ্যাটাক হলে তার অবস্থার আরও অবনতি ঘটে। আজ (শনিবার) সকালে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নেন এবং তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন।’
বেফাকের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালনকারী আবুল ফাতাহ একাধিক গ্রন্থ রচনা করেছেন। বেফাকের সিলেবাসে পাঠ্য বইয়ের সম্পাদনার দায়িত্বও পালন করেছেন তিনি।
আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠন শোক প্রকাশ করেছে। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, ‘আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া একজন গবেষক, ক্ষণজন্মা, বিচক্ষণ, ও রসবোধসম্পন্ন ব্যক্তি। তিনি আমাদের অত্যন্ত আপনজন, শ্রদ্ধাস্পদ। ভয়-ভীতি দূরে রেখে ঈমানি বলে বলীয়ান হয়ে ন্যায়, ইনসাফ ও সত্যের পক্ষে কথা বলার প্রশিক্ষণ দিতেন তিনি। ঐতিহাসিক সব বিষয় নিয়ে আসতেন কথায় কথায়।’
মুফতী ফয়জুল্লাহ আরও বলেন, ‘কওমি মাদরাসা শিক্ষাধারার এই মেধাবী আলেম ছিলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি অর্থনীতির আধুনিক রূপায়ন, দেওবন্দের ইতিহাস ঐতিহ্য ও অবদানসহ অনকেগুলো গবেষণা গ্রন্থের লেখক। বেফাক প্রকাশিত অনেক গ্রন্থ ও বেফাকের বহু পাঠ্যবইয়ের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন তিনি। বেফাকের নতুন সিলেবাস প্রণয়নসহ বেফাকের আজকের এই অবস্থানের পেছনে তার অবদান অনস্বীকার্য।’
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা