X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আশুলিয়ার জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ২০:৩২আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২০:৩৫

 

আশুলিয়া থেকে গ্রেফতার জঙ্গি আশুলিয়ার চৌরাপাড়ার জঙ্গি আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র ও  বিস্ফোরক উদ্ধার করেছে অভিযান পরিচালনাকারী র‌্যাব। এর মধ্যে রয়েছে ২ টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, ৩টি বিস্ফারক। এছাড়া বিপুল পরিমাণ জিহাদি বই, ৮টি সিডি, পেনড্রাইভ ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকালে অভিযানের সময় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের  চাকল গ্রামের চৌরাপাড়া’র জঙ্গি আস্তানা থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মুফতি মাহমুদ জানান, বিকাল ৫টার দিকে অভিযান শেষ হয়েছে। ঘটনাস্থল থেকে জঙ্গিদের ব্যবহৃত বেশকিছু আলামত উদ্ধার করা হয়েছে।’

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ‘জঙ্গিদের রেখে যাওয়া তিনটি এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) নিষ্ক্রিয়করণের মধ্য দিয়ে অভিযান শেষ করা হয়েছে। তার আগে র‌্যাবের বোম্ব ডিজপোজাল টিম ও ডগ স্কোয়াড আস্তানায় কয়েক দফা তল্লাশি চালায়।

উল্লেখ্য, শনিবার দিনগত রাত ১ টার দিকে চৌরাপাড়া এলাকায় আধাপাকা একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে র‌্যাব। রবিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬ টার দিকে বাড়িটির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।  সময়  নিরাপত্তার কারণে আশেপাশের লোকজনকে সরিয়ে দিয়ে পুরো এলাকা ঘেরাও করে রাখে র‌্যাব।

এরপর রবিবার বিকাল ২টা ৫০ মিনিট থেকে ৩টা—এই ১০ মিনিটের ব্যবধানে পরপর প্রচণ্ড শব্দের তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর প্রায় এক ঘণ্টা আনুষঙ্গিক তদন্তকাজ গুছিয়ে স্থানীয়দের জন্য নিরাপত্তা তুলে নেয়। ইতোমধ্যে বাসিরন্দারা তাদের নিজেদের ঘরে ফিরেছেন। সড়ক থেকে র‌্যাবের  বেরিকেড তুলে নেওয়া হয়েছে।

 /এসএমএন/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!