X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সিদ্দিকুরের বাম চোখে আলো ফেরার আশা

জাকিয়া আহমেদ
২৩ জুলাই ২০১৭, ১৪:০৫আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৪:১৪

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিকুর রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনের ঘটনায় আহত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের বাম চোখে দৃষ্টি ফিরে আসার ক্ষীণ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার (২৩ জুলাই) সিদ্দিকুরের চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের বৈঠক শেষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম ফারুক বাংলা ট্রিবিউনকে এ কথা বলেছেন।
ডা. গোলাম ফারুক বলেন, ‘সিদ্দিকুরের ডান চোখের অবস্থা একেবারেই খারাপ। গতকাল (শনিবার) ওই চোখের অপারেশন করা হয়েছে। আর বাম চোখের কর্নিয়ায় ইনজুরি আছে। ওই চোখটি ওয়াশ করা হয়েছে। তবে আরও ক্লিয়ার করে তারপর অপারেশন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘তবে আজকে (রবিবার) সকালের এমআরআই রিপোর্ট দেখে আমরা আশাবাদী হয়েছি। সিদ্দিকুরের বাম চোখ নিয়ে পুরোপুরি না হলেও ক্ষীণ আশা আমরা দেখতে পাচ্ছি।’
চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের এ পরিচালক আরও জানান, ‘সিদ্দিকুরের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। রবিবার সকালে তার এমআরআই ও চোখের আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছে। এসব পরীক্ষা-নিরীক্ষার আগে ও পরে দুইবার বৈঠক করেছি আমরা। পরীক্ষার রিপোর্টকে আমরা ইতিবাচক মনে করছি।’
সিদ্দিকুরের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের অন্য সদস্য অধ্যাপক দীপক কুমার নাগ, সহযোগী অধ্যাপক আব্দুল কাদের, সহযোগী অধ্যাপক লুৎফুর রহমান ও সহযোগী অধ্যাপক ইফতেখার মোহাম্মদ মুনিরের সঙ্গেও কথা হয়। তারা জানান, সহযোগী অধ্যাপক ইফতেখার মোহাম্মদ মুনিরের তত্ত্বাবধানে ভর্তি আছেন সিদ্দিক।
সিদ্দিকুরের বাম চোখের অপারেশনের দায়িত্বে থাকা অধ্যাপক দীপক কুমার নাগ বলেন, ‘তার ডান চোখের অবস্থা বেশি খারাপ ছিল। গতকাল (শনিবার) থেকে আমরা ওষুধ দিচ্ছি। পরীক্ষা-নিরীক্ষার ফলের ওপর ভিত্তি করে আমরা ওষুধ কমিয়ে-বাড়িয়ে দিচ্ছি। তবে রোগী খানিকটা ট্রমায় আছেন। ফলে তার সমস্যা বা লক্ষণগুলো ঠিকভাবে বলতে পারছেন না। এ কারণে আমরা তাকে একটু সময় দিচ্ছি। যেভাবে চলছে, আশা করছি তার অবস্থার উন্নতি হবে।’
সিদ্দিকুরের চোখের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক দীপক বলেন, ‘তার ডান চোখের অবস্থা খারাপ, সেটা আগেই বলেছি। আজ (রবিবার) সকালে তিনি একবার বলেছেন, দেখতে পাচ্ছেন, একবার বলেছেন দেখতে পাচ্ছেন না। এটা আমাদের কাছে উন্নতির লক্ষণ মনে হয়েছে। ট্রমার কারণে হয়তো তিনি সঠিকভাবে রেসপন্স করতে পারছেন না। তবে খানিকটা ভিশন (দৃষ্টি) পাওয়ার কারণে আমরা আশাবাদী হয়েছি। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তবে আমরা আশাবাদী, ডান চোখে না হলেও সিদ্দিকুর বাম চোখে হয়তো দেখতে পাবেন।’
সোমবার (২৪ জুলাই) সকালে মেডিক্যাল বোর্ড আবার বৈঠক করবেন বলে জানান অধ্যাপক ডা. গোলাম ফারুক।
উল্লেখ্য, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ওই জায়গা ছেড়ে যেতে বললে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুট ওভারব্রিজের পাশের অংশে অবস্থান নেন। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় গুরুতর আহতদের মধ্যে অন্যতম সিদ্দিকুর রহমান (২৩)।

আরও পড়ুন-

সিদ্দিকুরের দৃষ্টি ফিরে পাওয়া নিয়ে সংশয়

/জেএ/টিআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়