X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ডাক্তার-রোগীর স্বজনদের মারামারি: ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ১৬:৫৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৭:৩৫

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ

রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ডাক্তারদের মারামারির ঘটনায় বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। এ কারণে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতাল পরিচালকের কক্ষে ডাক্তার ও স্বজনদের নিয়ে আলোচনা হচ্ছে। ওখান থেকে সিদ্ধান্ত আসার পর হয়তো আবারও জরুরি বিভাগ খুলে দেওয়া হবে।’

জানা যায়, শনিবার (২৮ অক্টোবর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের সিসিইউ-২-তে ভর্তি হন নওশাদ নামের একজন রোগী। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ডাক্তারদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা ডাক্তারদের উপর চড়াও হন। এসময় তাদের আঘাতে একজন ডাক্তার ও দুই আনসার সদস্য আহত হন। পরে হাসপাতালের ডাক্তার, স্টাফ ও আনসার সদস্যরা মিলে রোগীর স্বজনদেরও মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢামেক হাসপাতালের ২ নম্বর ভবনের তৃতীয় তলায় এ ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।
আহত ডাক্তারের নাম শামীমুর রহমান ও আনসার সদস্যরা হলেন বাদল হালদার ও শাহ আলম।  আর রোগীর স্বজনদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অন্য দুই জনকে শাহবাগ থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা হলেন মাকসুদ ও রিয়াদ।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ

 শহীদুল ইসলাম স্বপন নামে তৃতীয় তলায় থাকা রোগীর এক স্বজন বাংলা ট্রিবিউনকে জানান, রোগী মারা যাওয়ার পর স্বজনরা অবহেলার অভিযোগ করেন। এক পর্যায়ে ডাক্তারদের গায়ে হাত তোলেন। পরে হাসপাতালের আনসার, ডাক্তার ও স্টাফরা মিলে রোগীর স্বজনদের আটকে রেখে মারধর করে।


এদিকে, এ ঘটনার প্রতিবাদে দুপুর ২টা ১০ মিনিট থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে রেখেছেন চিকিৎসকরা। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রোগী এলেও তাদের ফিরে যেতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগের সামনে পুলিশ ও আনসার সদস্যরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে আছেন। কলাপসিবল গেট ট্রলি দিয়ে আটকে রাখা হয়েছে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঢামেক হাসপাতাল এলাকা রবিবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর ফুলবাড়ীয়া থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে যাওয়া মো. মন্টু মিয়াকে নিয়ে আসা হয় ঢামেক হাসপাতালের জরুরি বিভাকে। কিন্তু চিকিৎসা না দিয়েই তাকে ফিরিয়ে দেওয়া হয়।

কেবল মন্টু মিয়া নয়, জরুরি বিভাগ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে কুমিল্লা থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে আসা ৮৫ বছর বয়সী এক বৃদ্ধকেও। এই বৃদ্ধ ব্যক্তির মেয়ে নাজমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুই ঘণ্টা হলো এখানে এসেছি। কিন্তু অনেক চেষ্টা করেও বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে ঢুকাতে পারলাম না। ভেতরে বলছে, জরুরি বিভাগ বন্ধ। সমস্যা সমাধানের আগে চিকিৎসা দেওয়া হবে না।’

একইভাবে চিকিৎসা নিতে পারেননি কুমিল্লা থেকে সিএনজি দুর্ঘটনার শিকার নুরজাহান (৫০)। দুপুর ২টায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে ফিরিয়ে দেওয়া হয়। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে আবারও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে তারা এখানকার জরুরি বিভাগের সামনে ফিরে আসেন। বিকাল পৌনে ৫টা পর্যন্তও তার কোনও চিকিৎসার ব্যবস্থা হয়নি।

নুরজাহানের মেয়ে জেসমিন বলেন, ‘মার ঘাড়ে রগ কেটে গেছে। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছি। কিন্তু চিকিৎসা পাচ্ছি না। জানি না এখন কী হবে।’

/আরজে/এএইচ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়