X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

৩ ঘণ্টা পর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ১৭:২৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৭:৩৯

প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতির ঘটনায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। রবিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিট থেকে বন্ধ থাকা জরুরি বিভাগ আবার চালু হয় বিকাল ৫টার দিকে। ঢামেক পরিচালক নাসির উদ্দিন আহমেদ এ তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।
ঢামেক হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ অক্টোবর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের সিসিইউ-২-তে ভর্তি হন নওশাদ। রবিবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হলে এ মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা ডাক্তারদের উপর চড়াও হন। এসময় তাদের আঘাতে একজন ডাক্তার ও দুই আনসার সদস্য আহত হন। পরে হাসপাতালের ডাক্তার, স্টাফ ও আনসার সদস্যরা মিলে রোগীর স্বজনদেরও মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢামেক হাসপাতালের ২ নম্বর ভবনের তৃতীয় তলায় এ ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।
জানা গেছে, আহত চিকিৎসকের নাম শামীমুর রহমান ও আনসার সদস্যরা হলেন বাদল হালদার ও শাহ আলম। রোগীর স্বজনদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অন্য দুই জনকে শাহবাগ থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা হলেন মাকসুদ ও রিয়াদ।
এ ঘটনার প্রতিবাদে দুপুর ২টা ১০ মিনিট থেকে বন্ধ থাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ। এরপর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রোগী এলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়। জরুরি বিভাগের সামনে পুলিশ ও আনসার সদস্যরা সারিবদ্ধভাবে অবস্থান নেন, ট্রলি দিয়ে আটকে রাখা হয় কলাপসিবল গেট।
বিকাল ৪টার দিকে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া জানান, হাসপাতালের পরিচালকের কক্ষে ডাক্তার ও স্বজনদের নিয়ে আলোচনা হচ্ছে। ওখান থেকে সিদ্ধান্ত আসার পর হয়তো আবারও জরুরি বিভাগ খুলে দেওয়া হবে।
ওই আলোচনার পরিপ্রেক্ষিতেই বিকাল ৫টার দিকে খুলে দেওয়া জরুরি বিভাগ।

/আরজে/এএইচ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়