X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আমাকে হয়রানি করতে মোবাইল কোর্ট বসানো হয়: ডা. সালাহ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ২২:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২২:৩৮

ডা. সালাহ উদ্দিন শরীফ

‘ঘটনাস্থল থেকে তুলে নিয়ে দুই কিলোমিটার দূরে মোবাইল কোর্ট বসিয়ে আমাকে সাজা দেওয়ার বন্দোবস্ত করা হয়। আমাকে হয়রানি করার জন্যই এই ব্যবস্থা করা হয়’, এ কথাগুলো বলেছেন লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজা পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্ত হওয়া সাবেক সিভিল সার্জন ডা.সালাহ উদ্দিন শরীফ।

প্রসঙ্গত, গত সোমবার (৪ ডিসেম্বর) লক্ষ্মীপুর শহরের কাকলি স্কুলের প্রবেশ পথে গাড়ি আগে-পরে যাওয়াকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফের বড় ছেলে মিনহাজের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় ডা. সালাহ উদ্দিন এগিয়ে এসে পরিচয় জানতে চান। কিন্তু এডিসি পরিচয় না দিয়ে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়।ছেলে স্কুলে ঢুকে যাওয়ার পর এডিসি পুলিশ ডেকে আনেন। কিছু দূরত্বে নিয়ে গিয়ে ডাক্তারকে বসিয়ে রাখেন। কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসকের উপস্থিতিতে  ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সালাহ উদ্দিন শরীফকে। আদালত পরিচালনা করেন সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.নূরুজ্জামান।  

ঘটনার শুরুর বিষয়ে ডা.সালাহ উদ্দিন শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বাচ্চার পরীক্ষা চলছে। আমি তাকে স্কুলে দিতে গেছি। সম্ভবত উনিও (এডিসি শেখ মুর্শিদুল ইসলাম) বাচ্চা নিয়ে গেছেন।এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার সেখানেই সুরাহা হতে পারতো। কিন্তু তিনি তার ক্ষমতা দেখিয়ে ডিসি ও পুলিশকে ডাকলেন। আমাকে সেখানে বসিয়ে রাখলেন।’
জেলা প্রশাসক আসার পর কী হলো প্রশ্নে তিনি বলেন, ‘আমি তাদের সবার থেকে সিনিয়র। আমি অবসরে গেছি তাদের চেয়ে সিনিয়র পদ থেকে। ডিসিকে আমি বলেছিলাম, চলেন ভেতরে গিয়ে বসে কথা বলি। উনি রাজি হননি।কোনও কারণে তিনি অস্বাভাবিক মুডে ছিলেন। এরপর পুলিশ ডাকলেন। আমাকে ‍পুলিশের ভ্যানে উঠিয়ে দিলেন। ঘটনাস্থল স্কুলের মাঠ। কিন্তু সেখান থেকে দুই কিলোমিটার দূরে নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার উল্লেখ করে আমাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠায়।’
অনাকাঙ্ক্ষিত কী এমন ঘটেছিল জানতে চাইলে এই সাবেক সিভিল সার্জন বলেন, ‘কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। আমি আমার গাড়ি নিয়ে বের হচ্ছি। বের হওয়ার পথে উনি ওনার বাচ্চাদের নিয়ে আসছিলেন। আমি নিশ্চিত গাড়ি লাগে নাই। এডিসি গাড়ি দেখেই অ্যানয়েড হন। তখন আমার গাড়ির রিমোট আমার পকেটে। আমি দেখলাম, তিনি গাড়ির কাছে রিমোট নিতে এসে রাগত স্বরে আমার ছেলেকে কী যেন বলছেন। আমি জানতে চাই, আপনি ওকে কী বলছেন, আমাকে বলেন। সেই আমাদের কথার শুরু। এর এক পর্যায়ে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।’

নিজের এই হয়রানিকে অপমান হিসেবে উল্লেখ করে ডা.সালাহ উদ্দিন শরীফ বলেন, ‘এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। ঘটনাস্থলে (এডিসির) কোনও সরকারি কার্যক্রম ছিল না। ওখানে উনি কোনও সরকারি দায়িত্বেও ছিলেন না। তিনি ক্ষমতার অপব্যবহার করে, মোবাইল কোর্ট বসিয়ে আইনের অপব্যবহার করে আমাকে হয়রানিমূলক পরিস্থিতিতে ফেলে দেন। আমি এখন অপমানবোধ করছি। আইনজ্ঞ যারা নন, যারা আইন পড়েননি,তারা আইন নিয়ে ডিল করছেন।সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে। ওনারা মোবাইল কোর্ট পরিচালনা করে মণ মণ ফল ফেলে দিচ্ছেন।পরে জানা গেল যন্ত্র কোনও কাজই করে না। এধরনের ক্ষমতার অপব্যবহার করা, জীবনকে ‍হুমকির মুখে নিয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত। এ ব্যবস্থার সংশোধন প্রয়োজন।’

তাহলে কী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে না, এ প্রশ্নে তিনি বলেন, ‘মোবাইল কোর্ট অবশ্যই চালানো দরকার। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে পরিচালনা করতে হবে।আমি ৩৩ বছর চাকরি করেছি। গত তিন বছর হলো অবসরে গেছি। আমার সঙ্গে যদি এতকিছু ঘটে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে না জানি কী ঘটবে।’

উল্লেখ্য, এই সিভিল সার্জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলেও মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক মীর শওকত হোসেন পাঁচ হাজার টাকা বন্ডে ডা. সালাহ উদ্দিনের জামিন মঞ্জুর করেন। দুপুর সোয়া ১২টার দিকে কারাগার থেকে বের হওয়ার পর স্থানীয় চিকিৎসকরা তাকে সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে যান।

আরও পড়ুন: 

ভ্রাম্যমাণ আদালতের অপব্যবহার!

লক্ষ্মীপুরের সেই এডিসি ওএসডি

/ইউআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা