X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রতিশ্রুতি দিলেও মুনতাসিরের পাশে নেই কেউ!

তাসকিনা ইয়াসমিন
০৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪০

চিকিৎসার শুরুতে অনেকে খরচ যোগানোর প্রতিশ্রুতি দিলেও চিকিৎসা শেষে কনজেনিটাল ডিজিজে আক্রান্ত মুনতাসির (৭) এর পরিবারের পাশে দাঁড়াচ্ছে না কেউ। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রথম ধাপে গত শনিবার রাজধানীর এমএইচ শমরিতা হাসপাতাল থেকে মুনতাসিরের পরিবারকে ছাড়পত্র দিলেও হাসপাতাল ছাড়তে পারেনি তারা।

মুনতাসির (৭) এখন হাসপাতাল নির্ধারিত ৪১ হাজার টাকা বিল দিতে না পেরে বিপাকে পড়েছে মুনতাসিরের মা ও ভাই। যারা শুরু থেকে পাশে দাঁড়াবেন বলেছিলেন, তাদের না পেয়ে বিলের এই টাকা কোথা থেকে আসবে তা জানেন না মুনতাসিরের মা মোমেনা বেগম।

যদিও চিকিৎসক বলছেন, ‘যতটা সম্ভব ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের খাওয়া, নার্সের বিল এগুলোর খরচ তো দিতে হবে।’ সোমবার রাতে বাড়ি ফিরে যাওয়ার টিকেট করেছেন মুনতাসিরের পরিবার। মা মোমেনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাহবুব নামের একজন আমার ছেলেকে সহায়তা করবে বলেছিলেন। আজ তাকে যখন ফোন দিলাম সে বলল, আগে তো পাঁচ হাজার টাকা দিয়েছি আমি আর কিছু দিতে পারব না।’

এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। রংপুরের পীরগঞ্জ থানার ঠাকুরদাস লক্ষ্মীপুর গ্রামে মোমেনা বেগমের বাড়ি। তিন বছর আগে কিনডি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বামী মোস্তাফিজার। এখন তিন সন্তানকে নিয়ে তার সংসার। বড় ছেলে এইচএসসি ও মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ছে।

মুনতাসিরের বড় ভাই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালের বেড ভাড়া ফ্রি কিন্তু নার্স বিল, খাবার বিল, আরও বিল মিলিয়ে ৪১ হাজার টাকা বিল এসেছে। আমরা তাদের বাকিতে দেওয়ার জন্য বলেছি। জানিনা কি হবে!’

তিনি আরও বলেন, ‘একটি ঔষধ কোম্পানি সহযোগিতা করবে বলেছিল। তাদের ফোন দিলাম। তারা বলে যে, আপনারা হাসপাতালে ভর্তি থাকলে আমরা ফ্রি ঔষধ দেব। চলে গেলে কোনও আর্থিক সাহায্য করতে পারব না।’

এ ব্যাপারে হাসপাতালে যোগাযোগ করা হলে আরিফ নামের একজন বলেন, ‘এই রোগী তো কবীর স্যারের। তিনি যদি মাফ করে দেন তো মাফ হবে। তাছাড়া মাফ হবে না।’

মুনতাসিরকে চিকিৎসা সেবা দিচ্ছেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. এম ইউ কবীর চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুনতাসির আপাতত দুইমাসের জন্য বাড়ি যাবে। তার ওষুধপত্র লিখে দেওয়া হয়েছে। আমি নিজে তাকে ফ্রি চিকিৎসা দেই, আমার জন্য বরাদ্দ টাকা তাদের দিতে হয় না। হাসপাতালের খাওয়া বাইরে থেকে আসে, খাবার বিলটা দিতে হবে। এখানে হাসপাতালের করণীয় কিছু নেই।’ তবে নার্সের জন্য বরাদ্দকৃত বিলটি মওকুফ করা সম্ভব, সেটি তিনি দেখবেন বলে জানান।
আরও পড়ুন: হাসপাতালের বেডে শুয়ে-বসেই সময় কাটে মুনতাসিরের

/ইউআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু