X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড হাসপাতালের এমডি’র বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৭:৪০আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৮:০৮

 

দুদক ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ২১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৯৯৩ টাকার হোল্ডিং ট্যাক্স না দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দুদকের উপ-পরিচালক কনক কুমার ভট্টাচার্য।

তিনি জানান, ফরিদুর রহমানের  বিরুদ্ধে ২০০৬ সাল থেকে এ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স না দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গুলশান থানায় তার বিরুদ্ধে  মামলা করেন দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম।
গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) ওয়াজিউর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে গুলশান থানায় ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নম্বর-১১।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি বিষয়টি অনুসন্ধানের জন্য ছয় সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়। অনুসন্ধানে দেখা যায়, গুলশান ২ এর রোড নম্বর-৭১, প্লট নম্বর- ১৫ তে ৮ তলা ভবনের কাজ শেষ হয় ২০০৬ সালের ২৪ আগস্ট। ভবনটিতে কন্টিনেন্টাল হাসপাতাল নামে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০০৭ সালে মালিকানা ও নাম পরিবর্তন হয়ে ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের কার্যক্রম শুরু হয় (যদিও ঢাকা সিটি করপোরেশনের তালিকায় আগের নাম বহাল রয়েছে)।

এজাহারে আরও বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের অঞ্চল-৯ এর তৎকালীন উপ কর কর্মকর্তা মো. নাসির উদ্দিন ওই হাসপাতালে সরেজমিনে তদন্ত করেন। তিনি বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে ২৯ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকা এবং ২০০৬ সালের ২৪ আগস্ট থেকে ঢাকা সিটি করপোরেশনের ত্রৈমাসিক হোল্ডিং ট্যাক্স ৮৮ লাখ ১৫ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করে ২৬ আগস্ট ২০০৭ তারিখে নোটিশ প্রদান করেন। কিন্তু সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স তথা সরকারি রাজস্বের আর্থিক ক্ষতিসাধন করে নিজেরা অন্যায়ভাবে লাভবান হয়ে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন।

 

/আরজে/জেবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি