X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নাখালপাড়ায় নিহত আরেক ‘জঙ্গি’র পরিচয় মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২০:২৫

নাখালপাড়ায় নিহত ‘জঙ্গি’ রবিন (বাঁ থেকে প্রথম), অন্য দুজন যথাক্রমে নাফিস ও মেজবাহ তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে নিহত আরেক জঙ্গির পরিচয় মিলেছে। তার নাম রবিন (২৩)। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে রবিনের লাশ তার বড় ভাই শনাক্ত করেছেন বলে জানিয়েছে র‌্যাব। এ নিয়ে ওই ঘটনায় নিহত তিন জঙ্গিরই পরিচয় মিললো।

রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব সদর দফতর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছে। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, ‘নিহতের গ্রামের বাড়ি শেরপুরে। তার বড় ভাই গোলাম মোস্তফা তার লাশটি শনাক্ত করেছেন।’

গত ১২ জানুয়ারি রাতে পশ্চিম নাখালপাড়ার একটি ভবনের ওই জঙ্গি আস্তানায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে তিন জঙ্গি নিহত হয়। র‌্যাব জানায়, তারা সবাই ছিল জেএমবির সদস্য। এর আগে দুজনের পরিচয় পায় র‌্যাব। তাদের একজন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বাদুয়ারা গ্রামের মেজবাহ উদ্দিন।  অন্যজন চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম কলেজের পূর্ব গেট সংলগ্ন ইউনূস বিল্ডিংয়ের তৃতীয় তলার নাফিস উল ইসলাম। গত বছরের ৬ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নাফিস। তখন তার বাবা নজরুল ইসলাম চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‌্যাবের দাবি, সরকারি স্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার জন্যই ঢাকায় আস্তানা গেড়েছিল এই জঙ্গিরা। র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা মূলত সরকারি স্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করেছিল। এজন্য তারা সংগঠিত হয়েছিল।’

নিহত তিন জঙ্গির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।

/এআরআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী