X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মরণাপন্ন রাজীব মীরকে বাঁচাতে প্রয়োজন মাত্র ১০ টাকা

আফরোজা সোমা, সাকিরা পারভীন ও শাকিল হাসান
০৩ জুন ২০১৮, ১৯:৪৯আপডেট : ০৩ জুন ২০১৮, ২০:৫৪






মীর মোশাররফ হোসেন (রাজীব মীর) মাত্র ১০ টাকা। আপনাদের প্রত্যেকের ১০টি করে টাকা হলেই বেঁচে যেতে পারেন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে যুঝতে থাকা মীর মোশাররফ হোসেন ওরফে রাজীব মীর।
চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক ও লেখক সম্পর্কে সপ্তাহখানেক আগেই চিকিৎসকরা জানিয়েছেন, তার বেঁচে থাকার সম্ভাবনা আর মাত্র দুই মাস।
তবে দ্রুততম সময়ের মধ্যে অপারেশন করে যদি লিভার প্রতিস্থাপন করা যায় তাহলে তিনি বাঁচবেন।
তাকে বাঁচানোর জন্য এরই মধ্যে এগিয়ে এসেছেন একজন সহৃদয় ব্যক্তি। তিনি নিজের লিভারের একটি অংশ রাজীবকে দান করতে রাজি হয়েছেন। চিকিৎসকেরাও প্রস্তুত। যেকোনও সময় হতে পারে অপারেশন। কিন্তু আপনাদের প্রত্যেকের ১০টি করে টাকার জন্য অপারেশন আটকে আছে।
রাজীবের অপারেশনের জন্য দরকার ৬০ লাখ টাকা। আর তার সামগ্রিক চিকিৎসা ব্যয়ে প্রয়োজন ৯০ লাখ টাকা। এত বিপুল পরিমাণ টাকা রাজীবের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়।
কিন্তু আপনারা-আমরা এর একটা বিহিত করতে পারি। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, রাজীবের চিকিৎসার টাকা জোগাড় সামান্য সময়ের ব্যাপার।
সবার প্রচেষ্টায় এরই মধ্যে প্রায় ৩৮ লাখ টাকা জোগাড় হয়েছে। তার অপারেশন করতে প্রয়োজন আরও ২০-২২ লাখ টাকা।
রাজীবকে বাঁচানোর জন্য আপনারা প্রত্যেকে ১০টি করে টাকা বিকাশ করুন। আপনার ও আমার মতো দুই লাখ মানুষ ১০ টাকা করে দিলে মাত্র এক ঘণ্টার মধ্যে ২০ লাখ টাকা তোলা সম্ভব।
দেশের সব তরুণ-তরুণীর কাছে আমাদের সকাতর মিনতি, দুইটা সিঙ্গারার টাকা বাঁচিয়ে, একবেলার রিকশা ভাড়া বাঁচিয়ে, ইফতার পার্টিতে একটা ডিমের চপ না খেয়ে, এরকম আরও নানা রকমের একটু ত্যাগ স্বীকার করে রাজীবের জন্য ১০টি টাকা সাহায্য করুন।
দুঃখী ও পীড়িত মানুষের ব্যথাকে ধনী ও সামর্থ্যবান মানুষেরা যেন হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন, সেজন্যই ইসলামে এসেছে রোজা রাখার বিধান। এই উপলব্ধির মাসে আপনারা রাজীবের বেঁচে থাকার আকুতি হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, এটিই আমরা আশা করি।
এই ঈদে আপনার-আমার বাড়িতে পিঠা-পায়েস-কোরমা-পোলাওয়ের সুবাসে বাতাস ম-ম করবে। কিন্তু রাজীবের বাড়িতে আর্তনাদ, কান্নার রোল। ঈদের দিনে খাবার টেবিলে ভাতের থালা সামনে নিয়ে লোকমা মুখে দেওয়ার আগেই রাজীবের মায়ের চোখে উথলে উঠবে অশ্রুধারা। সন্তানকে হাসপাতালে মৃত্যুর মুখোমুখি রেখে কোনও মা কি ভাতের দলা মুখে দিতে পারেন!
আসুন, আমরা সবাই রাজীবের ভাই হয়ে, বন্ধু হয়ে, স্বজন হয়ে রাজীবের পাশে দাঁড়াই। আসুন, মাত্র ১০টি টাকা বিকাশ করে মুছিয়ে দিই এক মায়ের কান্নাভেজা চোখ, ১০টি টাকা দিয়ে রাজীবের এক বছরের কন্যার মুখে ফিরিয়ে আনি হাসির ফল্গুধারা।

বিকাশ নাম্বার: ০১৭৯২ ৪৫৫ ৮২৮, ০১৭৪৮ ৭২৫ ৫৯৯, ০১৭১১ ২৭৮ ৫২৬
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর:
Sayeda Farjana Yasmin, A/C 186.103.19648, Dutch Bangla Bank, Munshiganj Branch, Munshiganj.

সৈয়দা ফারজানা ইয়াসমিন, হিসাব নম্বর: ১৬৭৭৭, ইসলামী ব্যাংক, নিউ মার্কেট শাখা, ঢাকা।
বিদেশ থেকে টাকা পাঠাতে পারেন এই ঠিকানায়: A. T. M. Akhtar Uddin, 227/3A/2, Zigatola (Old-19), Dhanmondi, Dhaka, Bangladesh. Cell No 01792 455 828

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ