X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরুর আগেই শেষ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৮, ২২:৪৮আপডেট : ০৮ জুন ২০১৮, ২২:৫৩

 

সদরঘাট লঞ্চ টার্মিনাল

ঈদে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের জন্য লঞ্চের নিয়মিত ও বিশেষ সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রির কথা শুক্রবার (৮ জুন) থেকে। গত মঙ্গলবার (৫ জুন) যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির সভায় ৩৪টি কাউন্টার থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নির্ধারিত এ দিনের আগেই প্রায় সব রুটের টিকিট বিক্রি শেষ। টিকিটপ্রত্যাশীদের অভিযোগ, লঞ্চ মালিকরা অতিরিক্ত টাকা নিয়ে টিকিটগুলো বিক্রি করে দিয়েছেন।

মালিক সমিতির ঘোষণার পর শুক্রবার সকাল থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে হতাশ হন অধিকাংশ টিকিটপ্রত্যাশী। বেশিরভাগই টিকিট পাননি। ৩৪টি কাউন্টারের মধ্যে দুই-একটি কাউন্টার খোলা থাকলেও কিছু সময়ের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়। ফলে দক্ষিণাঞ্চলের বেশির ভাগ মানুষ ঈদযাত্রা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এক সপ্তাহ আগেই বেশির ভাগ লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। ঈদের আগ পর্যন্ত কেবিন খালি নেই। ফিরতি টিকিটও ২২ জুন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এ জন্য অতিরিক্ত দামও নেওয়া হয়েছে।

যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, তারা গণমাধ্যমে জানতে পেরেই শুক্রবার অগ্রিম টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। তাদের প্রশ্ন, মালিকরা যদি টিকিট আগেই বিক্রি করে ফেলেন তাহলে কেন এই ঘোষণা দেওয়া হলো?

মনপুরাগামী ফারহান নেভিগেশনের টিকিটপ্রত্যাশী ইসমাইল হোসেন রাজিব বলেন, ‘সরকার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন। কিন্তু আমরা তা দেখে প্রতারিত হই। কোনও লঞ্চ মালিকই সরকারি নিদের্শনা কিংবা লঞ্চ মালিক সমিতির সিদ্ধান্ত মানছেন না। তারা অতিরিক্ত মুনাফার জন্য কালোবাজারিদের হাতে টিকিট তুলে দেন।’

ভোলার বোরহান উদ্দিনের নজরুল ইসলাম নামে একজন ব্যবসায়ী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবছরই লঞ্চ মালিকরা এমন কাণ্ড ঘটিয়ে থাকেন। সে জন্যই গত ১ জুন অগ্রিম টিকিট কিনে নিয়েছি। ১ হাজার টাকার নির্ধারিত ভাড়া ১ হাজার ২০০ টাকা নিয়েছে। এই টিকিট ঈদের আগের দিন হয়ে যাবে ২ থেকে ৩ হাজার টাকা।’

রাজিব উদ্দিন নামে একজন যাত্রী হাতিয়াগামী তাসরীফ-২ লঞ্চের অগ্রিম টিকিট বুকিং দেওয়া জন্য সকালে সদরঘাটে আসেন। কিন্তু তিনি টিকিট পাননি। লঞ্চ থেকে তাকে জানানো হয়েছে, কোনও কেবিন খালি নেই। অনেক আগেই সব বিক্রি হয়ে গেছে।

জানতে চাইলে হাতিয়াগামী তাসরীফ-২ লঞ্চের কেবিন ইনচার্জ ফজলুল হক বলেন, ‘১৫ রমজানের আগেই আমাদের সব কেবিন বুকিং হয়ে গেছে। সে জন্যই আমরা কাউন্টারে বসছি না।’

জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘কাউন্টার থেকে যারা টিকিট বিক্রি করছে না তাদের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক বলেন, ‘যারা সরকারি নির্দেশ উপেক্ষা করছে তাদের তালিকা করা হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

 

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা