X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাইলট আটকা যানজটে, ফ্লাইট ছাড়লো দেড় ঘণ্টা পর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৮, ২১:৩৩আপডেট : ১২ জুন ২০১৮, ২১:৩৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান সন্ধ্যা ৭টা; হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০১৩৫ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে জেদ্দা যাবে এই ফ্লাইট।  যাত্রীরা বোর্ডিং পাস ইস্যু করার পর জানতে পারলেন ফ্লাইটটি নির্ধারিত সময়ে যাচ্ছে না। তবে কোন সময়ে যাবে তাও জানাতে পারেননি বিমানবন্দরে দায়িত্বরত কেউ।

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, যানজটের কারণে পাইলট ক্যাপ্টেন ইলিয়াছ নির্ধারিত সময়ে বিমানবন্দরে আসতে পারেননি। একারণে ফ্লাইটটিও ছেড়েছে নির্ধারিত সময় থেকে দেড় ঘন্টা পর। 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের জন্য রাখা ইফতার বিমান থেকে নামিয়ে এনে দেওয়া হয়।

সেই ফ্লাইটের যাত্রী ছিলেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান। তিনি ফ্লাইট বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘খোঁজ নি‌লে ক্রুরা জানা‌লেন, পাইলট এখ‌নো আসেন‌নি। ভয়ঙ্কর খবর হ‌লো, পাইলট যে যথাসম‌য়ে আস‌বেন না, সেটা না‌কি কাউ‌কে জানান‌নি। বিমা‌নের ক্রুরাও না‌কি জা‌নেন না। বিমা‌নের ক্যা‌প্টেনের নাম ইলিয়াছ। ত‌বে ক্রুরাও না‌কি কেউ কেউ নির্ধ‌া‌রিত সময়ে আসেন না। আমি না হয় চট্টগ্রাম যা‌বো। কিন্তু শত শত যাত্রী যা‌বে জেদ্দা। ঢাকা থে‌কে চট্টগ্রাম হ‌য়ে এটা জেদ্দা যা‌বে। ওমারহর যাত্রী, নারী শিশু তা‌দের কথা ভাব‌ুন।’

ফোনে যোগযোগ করলে শরিফুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে থেকে যাত্রীদের এ বিষয়ে জানানো যেতো, কিন্তু বিমানের কেউ জানায়নি। ইফতারের মুহূর্তে যাত্রীদের দুর্ভোগ হয়েছে অনেক।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা বলেন, সন্ধ্যার আগে থেকেই বৃষ্টির কারণে যানজট ছিল, ইফতারের আগে এমনিতে যানজট হয়। অতিরিক্ত যানজটের কারণে পাইলট যথাসময়ে বিমানন্দরে আসতে পারেননি। তবে বিষয়টি অনুসন্ধান করে কারও গাফলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

/সিএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী