X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাসচাপায় দুই সহপাঠী নিহতের প্রতিবাদে সড়কে শিক্ষার্থীরা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১১:২৪আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১১:৩০

সহপাঠী নিহতের ঘটনায় রাস্তায় নেমে শিক্ষার্থীদের প্রতিবাদ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে ডাকা শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেয়নি পুলিশ। এরপর পুলিশের বাধা উপেক্ষা করে তারা ইসিবি চত্বর থেকে মিছিল নিয়ে রাস্তায় নামে।

সোমবার (৩০ জুলাই) সকালে শিক্ষার্থীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে দাঁড়াতে চাইলে পুলিশ তাদের শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ক্যাম্পাসের দিকে যেতে বলে। ইসিবি চত্বরের দিকে দাঁড়াতে চাইলে সেখানেও তাদের দাঁড়াতে দেওয়া হয়নি।

সড়কে শিক্ষার্থীদের অবস্থান সুহান মুয়াজ নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাসের সামনে, ইসিবি চত্বর ও কুর্মিটোলা হাসপাতালের সামনে অসংখ্য পুলিশ। তাদের সঙ্গে জলকামানও আছে।  আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছি, তাও তারা করতে দিচ্ছে না। কাউকে সড়কে দাঁড়াতে দিচ্ছে না। স্টুডেন্ট দেখলেই থানায় নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে।’

বিমানবন্দর সড়কে শিক্ষার্তীদের অবস্থান উল্লেখ্য, রবিবার (২৯ জুলাই)  রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‌্যাডিসন হোটেলের উল্টো দিকে) বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দিয়া আক্তার মিম ও আব্দুল করিম। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

নিহত দিয়া  খানম মীম ও আব্দুল করিম সজীব এ সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে কলেজের শিক্ষার্থী। তারা জাবালে নূর পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয় এবং শতাধিকের বেশি বাস ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড