X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ওয়ারীতে গোলাগুলির নেপথ্যে পশুর হাটের চাঁদাবাজি!

শেখ জাহাঙ্গীর আলম
১৪ আগস্ট ২০১৮, ১২:৫৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৬:৫০

হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগের গুলিবিদ্ধ দুই নেতা, ছবি- সংগৃহীত ওয়ারী থানা এলাকায় গত শনিবার (১১ আগস্ট) দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতাসহ তিনজন আহত হন। পুলিশ ও স্থানীয়রা বলছেন, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কোরবানির পশুর হাটকেন্দ্রিক চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তার। পুলিশের প্রাথমিক তদন্তেও এমন তথ্য জানা গেছে। তবে এই ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি এবং জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এলাকায় কোনও শত্রুতা নেই দাবি করে ভুক্তভোগীরা বলেছেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানেন না তারা। গুলিবিদ্ধ ব্যক্তিরা আরও বলেছেন, ওরা সবাই মুখোশ ও মাথায় ক্যাপ পরা ছিল। কোনও কিছু বুঝে ওঠার আগেই গুলি করে পালিয়ে যায়।

পুলিশ বলছে, ওয়ারী এলাকার বিভিন্ন মানুষের কাছে একটি গ্রুপ চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা চেয়ে ওই গ্রুপের সদস্যরা এলাকার মানুষের কাছে অনবরত ফোন করছে। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।

শনিবার (১১ আগস্ট) ওয়ারী থানার মৈশুণ্ডির লালমোহন সাহা রোড এলাকায় গোলাগুলির ঘটনায় তিনজন আহত হন। পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের বাড়ি থেকে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিওতে ছয় অস্ত্রধারীকে দেখা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এই ছয়জনই নয়, এই গ্রুপের আরও সদস্যরা ঘটনার সময় আশপাশে ছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুরহাটের ইজারা চলছে। ইজারাদাররা সিটি করপোরেশনের আহ্বানে দরপত্র দাখিল করছে। পশুরহাট ইজারা পেতে আধিপত্যের বিষয়টি জড়িত রয়েছে। অনেকে এ সময় চাঁদাবাজিও করে থাকে। মূলত পশুর হাটকেন্দ্রিক চাঁদাবাজির কারণেই ওয়ারীতে গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) শামসুজ্জামান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কয়েকটি কারণ সামনে রেখে এই ঘটনাটির তদন্ত শুরু করেছি। এরমধ্যে ‘চাঁদাবাজি’র বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলে থাকা বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ আমরা হাতে পেয়েছি। সেগুলোতে অস্ত্রধারীদের ছবি পাওয়া গেছে। তবে তারা সবাই মুখোশ পরা ও মাথায় ক্যাপ ছিল। আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি। আশা করি খুব শিগগিরিই তাদের ধরা হবে।’

উল্লেখ্য, গত শনিবার (১১ আগস্ট) রাত পৌনে ৯টায় দিকে রাজধানীর ওয়ারীতে গোলাগুলির ঘটনায় ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো জুয়েল (৩২), একই ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সভাপতি মো. রবিন (৩০) ও যুবলীগ কর্মী মো. কাজল গুলিবিদ্ধ হন। জুয়েলের বাম পায়ে, রবিনের ডান পায়ে ও কাজলের বাম উরুতে গুলি লাগে। আহত জুয়েল পুরান ঢাকার ধোলাইখালে মোটর পার্টস ব্যবসায়ী।

গুলিবিদ্ধ যুবলীগ নেতা রবিন বলেন, ‘জুয়েলের বাড়ি থেকে কিছু দূরে একটি দোকানের সামনে আমি, জুয়েল ও কাজল বসেছিলাম। নিজেদের মধ্যে কথা বলছিলাম। হঠাৎ একজন আমাদের সামনে এসে দাঁড়ায়। আর অস্ত্র বের করে গুলি ছোড়ে। তার পাশে আরও কয়েকজন অস্ত্র হাতে দাঁড়িয়ে ছিল। আমাদের তিনজনকে গুলি করে ওরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। ওরা সবাই মুখোশধারী ছিল। তাই কারও চেহারা দেখতে পারিনি। কারা ছিল, তাও মনে করতে পারছি না।’

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোলাগুলির ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ভুক্তভোগীরা এখনও থানায় অভিযোগ করেননি। তারা অভিযোগ করবে বলে আমাদের জানিয়েছেন।’
তিনি বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। আমরা কাজ করছি, অস্ত্রধারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

আরও পড়ুন:

ওয়ারীতে দুষ্কৃতকারীর গুলিতে যুবলীগ নেতাসহ আহত ৩

 

 

/এসজেএ/এপিএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু