X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশ উঠিয়ে দিলেও এসিটিদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪১

 



অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

চাকরি স্থায়ীকরণের দাবিতে রবিবার (৩ ফেব্রুয়ারি) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেছেন অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি)।দিন শেষে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা প্রেসক্লাবের সামনের ফুটপাতেই অবস্থান করছেন। রাত হয়ে যাওয়ায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অবস্থান কর্মসূচি শেষ করতে বলা হলেও শিক্ষকরা তাতে রাজি হননি। তারা বলেছেন, পুলিশ উঠিয়ে দিলেও এসিটিদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।







বর্তমান কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'পুলিশের সঙ্গে এখনও আলোচনা চলছে। তবে কোনও সঠিক সিদ্ধান্তে এখনও পৌঁছানো যায়নি। পুলিশ এর আগেরবার আমাদের লাঠিসোটা দিয়ে উঠিয়ে দিয়েছিল, সেভাবে উঠিয়ে দিলেও আমরা থাকবো। প্রয়োজনে সকালে আবারও আসবো।’
জানতে চাইলে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, 'এখানে রাতে থাকার কোনও সুযোগ নেই। যদি তারা এখন চলে যান, তবে সকালে আবারও আসতে পারবেন। কিন্তু যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, তবে তারা আর কখনও এখানে অবস্থান নিতে পারবেন না।’
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে চাকরি স্থায়ীকরণ অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবিতে অনির্দিষ্টকা‌লের জন্য অবস্থান কর্মসূ‌চি শুরু করেন অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি)। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা।
চাকরি স্থায়ীকরণের লিখিত চিঠি পেয়ে আমরা স্কুলে ফিরে যেতে চাই উল্লেখ করে বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক চন্দ্র বর্মন বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাকরি স্থায়ীকরণের সুপারিশের চিঠি উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় আমাদের রাখতে চাচ্ছে না। তাহলে সেই শিক্ষা মন্ত্রণালয়ে কে আছে, কারা আছে? শিক্ষা মন্ত্রণালয়ে বিএনপি-জামায়াতের দোসররা চক্রান্ত করে প্রধানমন্ত্রীর চিঠি উপেক্ষা করে আমাদের চাকরি স্থায়ীকরণে বাধার সৃষ্টি করছে। আমরা অবিলম্বে স্থায়ীকরণের লিখিত নোটিশসহ স্কুলে ফিরে যেতে চাই। মৌখিক আশ্বাসে আমরা এতদিন ক্লাস করে এসেছি।’
তিনি বলেন, ‘২০১৭ সালের ডিসেম্বরে সমাপ্ত সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণিশিক্ষকদের (এসিটি) চাকরি স্থায়ী করার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় পাঁচ হাজার শিক্ষকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পরও মৌখিক আশ্বাসে ক্লাস করে আসছি আমরা। চাকরি স্থায়ীকরণের দাবিতে কয়েক দফা মানববন্ধন করেছি। আশ্বাস অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন প্রকল্প এসইডিপিতে সেকায়েপের বিভিন্ন কম্পোনেন্টের (পাঠাভ্যাস ও উপবৃত্তি) কার্যক্রম চালু হলেও এসিটিদের চাকরি স্থায়ী করার কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এতে চরমভাবে হতাশ হয়ে পড়েছেন অভিজ্ঞ এই শিক্ষকরা।’
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক নেতা রাফিউল ইসলাম রাফি, মো. শহিদুল ইসলাম, মো. রইজউদ্দিন, মো. ওসমান গণি প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী