X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী হাসপাতালের ভেতরে আর কোনও রোগী নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৬

আতঙ্কে হাসপাতাল ছেড়ে বাইরে রোগীরা রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আগুনের ঘটনায় রোগীরা আতঙ্কে হাসপাতাল ছেড়ে বাইরে অবস্থান নিয়েছেন। অনেক রোগীকে সোহরাওয়ার্দী ছেড়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চলে যেতে দেখা যাচ্ছে।
সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, হাসপাতালে ১৫ শতাধিক রোগী ছিল। তারা আগুন লাগার পর বেরিয়ে এসেছেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ভবনে যত রোগী ছিল সবাইকে বাইরে আনা হয়েছে। ছাত্র, ডাক্তার, নার্স ও রোগীর স্বজনের সহযোগিতায় রোগীদের বাইরে আনা সম্ভব হয়েছে। ভেতরে আর কোনও রোগী নাই বলে জানান তিনি।
হাসপাতালের কাছে মাঠেই চলছে চিকিৎসা রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নতুন ভবনে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, আগুনের চেয়ে ধোঁয়ার পরিমাণ বেশি।
শের ই বাংলা নগর থানার এসআই রাজিব জানান, হাসপাতালের নতুন ভবনের স্টোর রুমে আগুন লেগেছে। কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে।

হাসপাতাল থেকে বের করে আনা এক রোগী সূত্র জানায়, আগুনের কারণে হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়া আজ কোনোভাবেই সম্ভব নয়। যাদের জরুরি সেবা দেওয়া প্রয়োজন তাদের মাঠের মধ্যেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান বলেন, এখানে যাদের চিকিৎসা চলছিল তাদের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। হাসপাতাল থেকে পাঠানো রোগীদের জরুরিভাবে চিকিৎসা দেওয়ার জন্য অন্যান্য হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হাসপাতালের রোগীদের ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদাসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হচ্ছে। 

হাসপাতালের এক রোগী সরেজমিনে দেখা গেছে, ধোঁয়া পুরো হাসপাতালে ছড়িয়ে পড়েছে। স্টোর রুম ও ফিজিক্যাল মেডিসিন বিভাগ আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামান।

হাসপাতালের মাঠে রোগী বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডাইরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেছেন, আগুনটা স্টোর এর মধ্যে এখনও আছে। এখনও ছড়ায়নি। ওখানে কিছু ইন্সট্রুমেন্ট আছে, সেগুলোতে আগুন লেগেছে। আমরা চেষ্টা করছি সেখানে পানি দিয়ে নেভানোর। আমরা তাড়াতাড়ি এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমরা হতাহতের রিপোর্ট এখনও পাইনি। প্রতিটা জায়গা সার্চ করছি। প্রাথমিকভাবে এখনও কোনও হতাহতের খবর পাইনি।

তিনি বলেন, ‘ভেতরে ছোট ছোট আগুনের গোলা, অনেক ধোঁয়া। আমরা ভেতরে গিয়ে কাজ করছি, প্রথমে পানি সংকট ছিল। ভেতরে ফায়ার সার্ভিস, হাসপাতালের লোক ও পুলিশ রয়েছে। আল্লাহর রহমতে সব রোগীকে বের করতে সক্ষম হয়েছি। তারপরেও প্রতিটা রুমে গিয়ে সার্চ করছি। আশা করছি, আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। আগুনের সূত্রপাত স্টোর রুম থেকে হয়েছিল বলে শুনেছি। গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে আগুন কয়েকটি রুমে ছড়িয়ে পড়েছিল। গেট ভেঙে ভেঙে রুমগুলোতে গিয়ে কাজ করছি। ১৫টি রুম পুড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আগুনের ঘটনায় হাসপাতালের পরিচালক উত্তম কুমারের নেতৃত্ব সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ৩-৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

হাসপাতালের পরিচালক উত্তম কুমার বলেন, ‘১১-১২শ’ রোগী হাসপাতালে ছিল। তাদের সবাইকে নিরাপদে বের করা সম্ভব হয়েছে। ১০০টি অ্যাম্বুলেন্সে করে তাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আইসিইউয়ের রোগী, শিশু ও মহিলা সবাইকে বের করা সম্ভব হয়েছে।

 

আরও পড়ুন: সোহরাওয়ার্দী মেডিক্যালে আগুন

/আরজে/আইএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী