X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিতালী লঞ্চের কেবিন থেকে নারীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ১৭:১৫আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:০১

এমভি মিতালী-৭

রাজধানীর সদরঘাটে এমভি মিতালী-৭ নামে একটি লঞ্চের কেবিন থেকে নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) দুপুরে সদরঘাটে চাঁদপুর টার্মিনালে নোঙর করা এমভি মিতালী লঞ্চ থেকে লাশটি উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রিবাস গাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে আমাদের খবর দেওয়া হয়। পরে আমরা গিয়ে মিতালী লঞ্চের একটি সিঙ্গেল কেবিন থেকে ওই নারীর লাশ উদ্ধার করি। নিহত নারীর নাম নিলুফা ইয়াসমিন। চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায় তার বাড়ি। তিনি চাঁদপুরেই থাকেন। রবিবার রাতে চাঁদপুর থেকে তিনি লঞ্চে ওঠেন। জাহাঙ্গীর নামে এক ব্যক্তির নামে কেবিনটি বুকিং দেওয়া ছিল। তবে সেখানে মোবাইল নম্বর ছিল ওই নারীর। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘নিহত নারীর গলায় কালচে দাগ রয়েছে। প্রাথমিকভাবে আমরা ধর্ষণের আলামত পেয়েছি। তবে ময়নাতদন্তের পর জানা যাবে কী ঘটেছিল।’

এ ঘটনায় লঞ্চটির স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. শাহ জামান। তিনি জানান, নিহত নারীর স্বামী কয়েক বছর আগে মারা যান। তার একটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার খবর তার ভাইকে জানানো হয়েছে।

ঢাকা জেলা পিবিআই উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান বলেন, ‘লাশ উদ্ধারের সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে যাই। ফরেনসিকের জন্য তার আলামত সংগ্রহ করা হয়েছে।’

সদরঘাট নৌ-থানার ওসি রেজাউল করিম ভূইয়া জানান, রবিবার রাতে চাঁদপুর থেকে এমভি মিতালী-৭ লঞ্চটি যাত্রী নিয়ে সকাল ৭টায় সদরঘাটে পৌঁছায়। পরে লঞ্চের সব যাত্রী নেমে গেলে সাড়ে ৮টায় কেবিন পরিষ্কার করতে গিয়ে ওই নারীর মৃতদেহ দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেওয়া হয়।

/এআরআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!