X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণ মামলায় প্রতিবেদন দিতে দেরি, চিকিৎসককে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ১৬:১৫আপডেট : ১৮ জুন ২০১৯, ১৬:২৩







সুপ্রিম কোর্ট ধর্ষণের মামলায় ভিকটিম এক কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে দেরি হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে রংপুর মেডিক্যাল কলেজের প্রভাষক সোহেলী সুলতানাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১০ জুলাই তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট মামলার এক আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৮ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামি সাকেরুল ইসলামের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান রানা। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

ইউসুফ মাহমুদ মোর্শেদ সাংবাদিকদের জানান, গত ২৮ ফেব্রুয়ারি রংপুরের হারগাছা থানা এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গত ২ মার্চ কিশোরীর মা নিহারা বেগম হারগাছা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় চারজনকে আসামি করা হয়। পরে গত ৩ মার্চ সাকেরুল ইসলামসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গত ১ এপ্রিল চিকিৎসক ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দেন। মামলা দায়েরের পর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রায় এক মাস সময় নেওয়ার বিষয়টি নজরে এলে চিকিৎসককে তলবের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে বিচারিক আদালতে জামিন চেয়ে আবেদন করেন আসামি সাকেরুল। কিন্তু সেখানে জামিন না পেয়ে গত ১৮ এপ্রিল তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। যার ধারাবাহিকতায় মামলাটির ওপর আজ মঙ্গলবার (১৮ জুন) শুনানি হয়। তবে আসামির জামিনের বিষয়ে এখনও কোনও আদেশ দেননি হাইকোর্ট।



 

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!