X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রুটভিত্তিক ভিন্ন ভিন্ন রঙের বাস চলাচল নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৫:৩৩আপডেট : ২০ জুন ২০১৯, ১৫:৪৬

হাইকোর্ট সড়ক দুর্ঘটনা এড়াতে রুটভিত্তিক ভিন্ন ভিন্ন রঙের বাস চলাচল নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ড্রাইভার লাইসেন্স নিতে আসলে প্রত্যেকের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) ও চক্ষু পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীবের হাত হারানো ও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া রায় ঘোষণার সময় বৃহস্পতিবার (২০ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন।
রাজীবের পরিবারের পক্ষে আদালতে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস। বিআরটিসি’র পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মুনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে রুহুল কুদ্দুস কাজল জানান, আদালত ক্ষতিপূরণের রায় দেওয়ার সময় চারটি নির্দেশনা দিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে এসব নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। নির্দেশনা চারটি হলো— এক. যারা ড্রাইভিং লাইসেন্স নিতে আসবেন, তারা ঠিকভাবে দেখেন কি-না ও গাড়ি চালাতে সক্ষম কি-না তা নিশ্চিত হতে তাদের ডোপ টেস্ট ছাড়াও চোখের পরীক্ষা করে দেখতে হবে। দুই. গুরুত্বপূর্ণ বড় বড় স্টপেজগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে, যেন কেউ বেপরোয়া গাড়ি চালাতে না পারেন। তিন.বাস রুট ফ্রাঞ্চাইজ করতে হবে;এর ফলে ভিন্ন ভিন্ন রঙের মাধ্যমে ভিন্ন ভিন্ন রুটে বাস চলাচল নিশ্চিত করতে হবে। চার. ২০১৮ সালে সড়ক আইন নামে যে আইন হয়েছে, সেটি অবিলম্বে বাস্তাবায়ন ও এর অধীনে বিধি প্রণয়ন করতে হবে।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় রাজীবের হাত হারানো ও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তার ছোট দুই ভাই মেহেদী হাসান হৃদয় ও আব্দুল্লাহ বাপ্পিকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে অভিযুক্ত বিআরটিসি পরিবহন কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী