X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শাকিল হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবি পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৭

শাকিল হত্যার বিচার দাবি পরিবারের

ময়মনসিংহ মহাবিদ্যালয় কলেজ শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম শাকিলকে হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে তার পিতা নজরুল ইসলাম। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তিনি।

মানববন্ধনে তিনি বলেন, গত ২৫ জুলাই কলেজ থেকে বাসায় ফেরার পথে আমার ছেলেকে ময়মনসিংহের চরপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কিছু দুর্বৃত্ত। এই হত্যার সঙ্গে তানভীর রহমান রিমন, আল হাফিজিল মোয়িন ও হাদিকুল আলম হাদি জড়িত। আমি তাদের বিরুদ্ধে ২৭ জুলাই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করি। কিন্তু, সেখান থেকে হাদিকুল আলম হাদিকে মামলা থেকে বাদ দিয়ে দেন থানার ওসি। তবে মামলার প্রধান আসামি তানভীর রহমান রিমনকে গ্রেফতার করে। এখন পর্যন্ত মামলার কোনও অগ্রগতি দেখতে পাচ্ছি না। সেই সঙ্গে বাকি আসামিদের গ্রেফতারে কোনও নজির দেখা যাচ্ছে না। বিবাদী পক্ষ অনেক প্রভাবশালী হওয়ায় তারা আমাকে এবং আমার পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করি। বর্তমানে আমি ও আমার পরিবার সদস্যরা খুব ভয়ে দিন কাটাচ্ছি।

তিনি আসামিদের ধরার নির্দেশ দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ইতোমধ্যেই এই বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে খবর প্রকাশ হয়েছে। তবুও মামলার কোনও অগ্রগতি দেখছি না। আমি আমার ছেলেকে হত্যার সুষ্ঠু বিচার পেতে  আপনাদের সহযোগিতা কামনা করছি।

মানববন্ধনে নিহতের বড় ভাই রিয়াদুল ইসলাম, বড় বোন সায়মা আক্তার ও ছোট বোন সোমা আক্তারসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

/এইচএন/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!