X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের ৩৬তম ব্যাচের শুরুতেই দুই কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৭:১৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৯



মোহাম্মদ ইমরুল (সভাপতি), রাজন কুমার সাহা (সভাপতি), এম. রাকিবুল হাসান ভূঞা (সম্পাদক), ও মুশফিকুর রহমান (সম্পাদক)  ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের শুরুতেই পাল্টা পাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। এক কমিটিতে সভাপতি মোহাম্মদ ইমরুল ও সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান ভূঞাকে নির্বাচিত করা হয়েছে। অন্য কমিটিতে রাজন কুমার সাহা সভাপতি ও মুশফিকুর রহমান তুষারকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরেই পাল্টাপাল্টি দুটি কমিটির নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে। দুই পক্ষই বলছে, সংখ্যাগরিষ্ট সদস্যরা তাদের সঙ্গে রয়েছেন।
একটি কমিটির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ ইমরুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ অফিসার্স মেসে ব্যাচের অন্যদের সঙ্গে বসেছিলাম। আমাদের ব্যাচের প্রায় ৬০ জন সেখানে উপস্থিত ছিলেন। বেলা আড়াইটার দিকে সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি ও রাকিবুল হাসানকে সভাপতি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।’
অন্য কমিটির সভাপতি রাজন কুমার সাহা বলেন, ‘আমরা গত সপ্তাহে অফিসার্স মেসে বসেছিলাম। ব্যাচের অধিকাংশ সদস্যদের সম্মতিতে আমাকে সভাপতি ও মুশফিকুর রহমান তুষারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির নাম আজকে প্রকাশ করা হয়েছে। আমরা ইতোমধ্যে ৪০ সদস্য বিশিষ্ট কমিটির একটি তালিকা তৈরি করেছি। স্বল্প সময়ের মধ্যে তা প্রকাশ করা হবে।’

শুক্রবার দুপুরে অফিসার্স মেসে গঠিত হওয়া কমিটির সভাপতি মোহাম্মদ ইমরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার নিজ জেলা গোপালগঞ্জ এবং বর্তমানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে শরীয়তপুর জেলায় কর্মরত আছেন।

সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। তার নিজ জেলা কিশোরগঞ্জ। তিনি বর্তমানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত আছেন।

অন্য কমিটির সভাপতি রাজন কুমার সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তথ্য প্রযুক্তি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।তার নিজ জেলা রাজবাড়ী। তিনি বর্তমানে নোয়াখালী জেলাতে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান তুষার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। তার নিজ জেলা বরিশাল এবং বর্তমানে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

 

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ