X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পার্কিং করা যাবে ৬৪ স্থানে

শাহেদ শফিক
০৩ ডিসেম্বর ২০১৯, ১৪:০৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:০৭

কার পার্কিং

অবৈধ পার্কিং বন্ধ করতে রাজধানীর বিভিন্ন সড়কের ৬৪ স্থানে সাময়িকভাবে অন-স্ট্রিট পার্কিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশের সুপারিশ অনুযায়ী, নির্ধারিত জায়গাগুলোকে ‘পার্কিং স্থান’ হিসেবে চিহ্নিত করতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নগরীতে কিছুটা হলেও অবৈধ পার্কিং কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এসব জায়গার শৃঙ্খলা নিয়ে সংশয় প্রকাশ করেছে দক্ষিণ সিটি করপোরেশন। সংস্থাটি বলছে, এর আগেও একাধিকবার পার্কিংয়ের জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু নানা অভিযোগ আসার পর তা বাতিল করতে বাধ্য হয় সিটি করপোরেশন।

জানা গেছে, গত  রবিবার (১ ডিসেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় রাজধানীর ৬৪ স্থানে কার পার্কিং তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এরইমধ্যে কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন।

ট্রাফিক উত্তর বিভাগ

ডিএমপির সুপারিশ অনুযায়ী, ট্রাফিক উত্তরবিভাগে ২৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে—তেজগাঁও শিল্পাঞ্চল বিএসটিআই’র পূর্ব-পশ্চিম পাশ, তেজগাঁও শিল্পাঞ্চল সোনালী ব্যাংকের পূর্ব-পশ্চিম পাশ, তেজগাঁও শিল্পাঞ্চল বিটাকের পূর্ব-পশ্চিম পাশ, গুলশান ৬২ নম্বর রোডের হাউজ নম্বর ২ হতে হাউজ নম্বর ২০ পর্যন্ত রাস্তার উত্তর পাশ, গুলশান ৬৩ নম্বর রোড (গুলশান সোসাইটি জামে মসজিদ হতে লেক পার্কের উত্তর গেট পর্যন্ত রাস্তার পূর্ব পাশ); গুলশান ৭৫ নম্বর রোড (ইরান এম্বাসির উত্তর পাশ হতে হাউজ নম্বর ১৮ পর্যন্ত রাস্তার পূর্ব পাশ), গুলশান ৮৬ নম্বর রোড হাউজ নম্বর ১/সি হতে হাউজ নম্বর ২৩/বি পর্যন্ত রাস্তায় পশ্চিম পাশ, গুলশান ৮ নম্বর রাড (গুলশান ৭৮ ক্রসিং স্পেকট্রা কনভেনশন হতে লেক পর্যন্ত রাস্তার উত্তর পাশের এক লাইনে পার্কিং), গুলশান ৪ নম্বর রোড (গুলশান ২/৪ ক্রসিং হতে লেক পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশ) বনানী ১৭ নম্বর রাডের হাউজ নম্বর ৫ হতে শুরু করে হাউজ নম্বর ৩৫/এ পর্যন্ত রাস্তার উত্তর পাশ, বনানী ১৭ নম্বর রোডে হাউজ নম্বর ৮ এবিসি টাওয়ার হতে শুরু করে হাউজ নম্বর ৪২ ইকবাল সেন্টার পর্যন্ত রাস্তার উত্তর পাশ, বনানী ১৯/এ নম্বর রোডের হাউজ নম্বর ৬২ হতে শুরু করে হাউজ নম্বর ৯৩ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশ, গুলশান ১০৩ নম্বর রোডের হাউজ নম্বর সিইএন (বি)-৫ হতে হাউজ নম্বর ১ পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশ, মহাখালীতে স্কয়ার বিল্ডিংয়ের পশ্চিম পাশ হতে খাবার ঘর হোটেল ৭৭/১ পর্যন্ত রাস্তার পশ্চিম পাশ, মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটির সামনে হাউজ নম্বর ৬৭/৮ হতে মহাখালী কমিউনিটি সেন্টার বেয়ামাগার পর্যন্ত রাস্তার পশ্চিম পাশ, তিতুমীর কলেজের সামনে (ব্যাংক এশিয়া) হাউজ নম্বর ৮২ হতে রাস্তার পশ্চিম পাশ, গুলশান রোডের ১০৯ হাউজ নম্বর সিইএন ৪ হতে হাউজ নম্বর ৭ পর্যন্ত রাস্তার উত্তর পাশ, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ১ নম্বর সেক্টরের সার্ভিস লেনে হোটেল ম্যাপেল লিপ হতে সাউথ ইস্ট ব্যাংক পর্যন্ত রাস্তার পূর্ব পাশ, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩ নম্বর সেক্টরের সার্ভিস লেনে জিবিটি টাওয়ার ব্র্যাক ব্যাংক হতে সিয়াম টাওয়ার পর্যন্ত রাস্তার পূর্ব পাশ, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩ নম্বর সেক্টরের সার্ভিস লেনে এবিসি টাওয়ার হতে উত্তরা টাওয়ার (লাজ ফার্মা) পর্যন্ত রাস্তার উত্তর পাশ, জসিম উদ্দিন সংলগ্ন এবিসি টাওয়ার হতে ইস্টনিস্ট শপিং সেন্টার পর্যন্ত রাস্তার পূর্ব পাশ, উত্তরার সিঙ্গাপুর প্লাজা হতে রাজলক্ষ্মী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পাশ, উত্তরার লতিফ ইম্পেরিয়াল খাজানা হোটেল কুশল সেন্টার পর্যন্ত রাস্তার পশ্চিম পাশ, উত্তরার এবি মার্কেট হতে আমির কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম ও রবীন্দ্র সরণির উত্তর পাশ, উত্তরার আমির কমপ্লেক্সের পশ্চিমে এইচএম প্লাজা পর্যন্ত রাস্তার পূর্ব পাশ, উত্তরা ১২ নম্বর চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খালপাড় রাস্তার দক্ষিণ পাশ, রবীন্দ্র সরণি হতে কাবাব ফ্যাক্টরি পর্যন্ত কে লাইন ও গরিবে নেওয়াজ সিঙ্গার মোড় হতে মাস্টার মাইন স্কুল পর্যন্ত রাস্তার দুই পাশের এক লাইন।

ট্রাফিক দক্ষিণ বিভাগ

ডিএমপির ট্রাফিক দক্ষিণবিভাগে কার পার্কিংয়ের জন্য সাতটি স্থান চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে—হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে নেভি কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত রাস্তার এক পাশ, বেইলি রোডের উত্তর পাশ, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল হতে গাউছিয়া মার্কেট পর্যন্ত রাস্তার এক পাশ, নিউ মার্কেট এক নম্বর গেটে রাস্তার উভয় পাশ, ধানমন্ডি ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর রোড, সাত মসজিদ রোডের পশ্চিম পাশে জিগাতলা হতে বাংলাদেশ মেডিক্যাল হাসপাতাল পর্যন্ত এবং পলাশী হতে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তার এক পাশ।

ট্রাফিক পশ্চিম বিভাগ

এই বিভাগে তিনটি স্থান চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে—চিড়িয়াখানা রোড (সনি সিনেমা হল হতে চিড়িয়াখানা) ফুটপাত সংলগ্ন মূল সড়ক, প্রিন্সিপাল আবুল কাশেম রোডের (মিরপুর-১ হতে টেকনিক্যাল) বশির উদ্দিন স্কুলের গলি হতে র‌্যাব-৪ এর কার্যালয়ের গলি পর্যন্ত মূল সড়কের পূর্ব পাশ ও শাহ আলী মাজার হতে মুক্তিযোদ্ধা মার্কেট ক্রসিং পর্যন্ত।

ট্রাফিক পূর্ব বিভাগ

এই বিভাগে ২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে—বঙ্গবন্ধু স্কয়ার হতে লেভেল ক্রসিং পর্যন্ত, সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের কর্নার হতে ফ্লাইওভারের গ্যাপ পর্যন্ত, গুলিস্তান ফ্লাইওভারের মুখ হতে বঙ্গভবন পার্কের দক্ষিণ মাথা পর্যন্ত, ইত্তেফাক হতে শাপলা চত্বরের দক্ষিণ পাশ, রাজউক ক্রসিং হতে আলিকো ক্রসিং পর্যন্ত, আল হেলাল হতে শাপলা চত্বর (বাংলাদেশ ব্যাংক কলোনি থেকে ইডেন মসজিদ), আল হেলাল হতে কমলাপুর পর্যন্ত উত্তর পাশ, মতিঝিল বাবে রহমত ক্রসিং হতে এজিবি কলোনি বাজার পর্যন্ত রাস্তার এক পাশ, মতিঝিল কমিশনার গলি হতে মন্দির পর্যন্ত রাস্তার এক পাশ, বাবে রহমত থেকে কমিশনারের গলি (দক্ষিণ পাশ হতে উত্তর পাশ), পুলিশ লাইন মোড় থেকে কমিশনারের গলির মোড় পর্যন্ত উভয় পাশ, স্কাউট ভবন হতে জোনাকি সিনেমা হল পর্যন্ত, সিটি হার্ট শপিং কমপ্লেক্স হতে মেট্রো স্কাউট মার্কেট পর্যন্ত, দয়াগঞ্জ মোড় হতে জুরাইন রেলগেটের (মীর হাজিরবাগ নতুন বাজার) এক পাশ, মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল থেকে হাশিম রোড পর্যন্ত সার্ভিস রোডের এক পাশ, কমলাপুর পীরজঙ্গি মাজার হতে কমলাপুর পর্যন্ত রাস্তার উভয় পাশ, মতিঝিল আল হেলাল পুলিশ বক্স হতে বাবে রহমত পর্যন্ত রাস্তার উভয় পাশ, ৫৭ মতিঝিল ২৪তলা বিল্ডিং হতে আলিকো বিল্ডিং পর্যন্ত রাস্তার এক পাশ, মতিঝিল বিনিয়োগ বোর্ড হতে পিপলস ইন্স্যুরেন্স পর্যন্ত রাস্তার এক পাশ, মতিঝিল জনতা ব্যাংক প্রধান কার্যালয় হতে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশ, স্বর্ণ মার্কেট সংলগ্ন বায়তুল মোকাররমের পাশ, নয়া পল্টন পলওয়েল মার্কেটের এক পাশ, ২৪তলা হতে টয়োটা বিল্ডিং ক্রসিং পর্যন্ত, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার উভয় পাশ এবং নটরডেম কলেজের সামনের এক পাশ।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিটিসিএ’র সভায় যেসব স্থানে পার্কিং করার সিদ্ধান্ত হয়েছে, সেসব জায়গাকে ‘পার্কিং স্থান’ হিসেবে চিহ্নিত করে দেওয়ার জন্য এরইমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছি। এরপর এসব জায়গার বাইরে আর কেউ পার্কিং করতে পারবে না।’

তবে নাম প্রকাশ না করার শর্তে উত্তর সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগেও অনেক স্থান অন-স্ট্রিট পার্কিং হিসেবে চিহ্নিত করে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে সিটি করপোরেশনের কাছে সুপারিশ করা হয়। সেটি যাচাই-বাচাই করে উত্তর সিটি করপোরেশন ১৩টি স্থানকে পার্কিং করে দেয়। কিন্তু স্থানগুলো নিয়ে নানা অভিযোগ আসার পর একপর্যায়ে সিটি করপোরেশন সেগুলো বাতিল করতে বাধ্য হয়।’

প্রসঙ্গত, গত রবিবার (১ ডিসেম্বর) দক্ষিণ নগর ভবনে ডিটিসিএ’র বোর্ড সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, রাজধানীর সড়কের ৬৪ স্থানে পার্কিং করে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এজন্য সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা  নেবে।

 

 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ